Lok Sabha Election 2024

শীতলখুচি: দেবাশিসকে ফের নিশানা মুখ্যমন্ত্রীর

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে এসেও দেবাশিসকে ওই প্রসঙ্গেই ফের নিশানা বানালেন মমতা।

Advertisement

অপূর্ব চট্টোপাধ্যায় 

তারাপীঠ শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ০৮:৩০
Share:

অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তারাপীঠের কড়কড়িয়ার সভামঞ্চে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান তিনি। ছবি: সব্যসাচী ইসলাম।

শীতলখুচির প্রসঙ্গ তুলে আগেও বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমে এসেও দেবাশিসকে ওই প্রসঙ্গেই ফের নিশানা বানালেন মমতা। পাল্টা দিয়েছেন বিজেপি প্রার্থীও।

Advertisement

এ দিন তারাপীঠ থানার কড়কড়িয়ায় বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে করা জনসভায় মুখ্যমন্ত্রী শীতলখুচিতে গত বিধানসভা নির্বাচনে গুলি চলার প্রসঙ্গ তুলে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘শীতলখুচির ঘটনা মনে আছে?’’ তার পরে নিজেই উত্তর দিয়ে বলেন, ‘‘চার জন সংখ্যালঘু ও এক জন রাজবংশীকে গুলি করে মেরেছিল। আমি ছুটে যাই।’’

এর পরেই দেবাশিস ধরের নাম উল্লেখ না-করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তিনি এখন আপনাদের এখানে প্রার্থী। কাল শুনলাম তিনি বলেছেন মুখ্যমন্ত্রী আমাকে ফাঁসিয়েছেন। মুখ্যমন্ত্রীর কাউকে ফাঁসানোর ক্ষমতা নেই।’’ এর পরেই তিনি বলেন, ‘‘আপনার বিরুদ্ধে তো ডিপি চলছে। আপনাকে তো রাজ্য সরকার ক্লিয়ারেন্স দেয়নি। আপনি বিজেপি করছেন করুন। আমি আপনার বিরুদ্ধে কথা বলতাম না, যদি আপনি এই বিবৃতি না-দিতেন।’’

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ এপ্রিল, বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলখুচি বিধানসভার জোড়পাটকি পঞ্চায়েতের ৫/ ১২৬ বুথে ভোট চলাকালীন গুলি চালানোর অভিযোগ ওঠে সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে। ভোটের লাইনে থাকা চার যুবকের মৃত্যু হয়। শীতলখুচির আর একটি জায়গাতেও গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছিল। সেই সময় নির্বাচনের কমিশনের নির্দেশে কোচবিহারের পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন দেবাশিস ধর। মৃতদের পরিবার জওয়ানদের বিরুদ্ধে মামলা করে। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। ভোট শেষে দেবাশিসকে সরিয়ে দেয় রাজ্য। তাঁকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদও করে সিআইডি।

দেবাশিসকে বিজেপি বীরভূমের প্রার্থী করার পরে কোচবিহারে নির্বাচনী সভাতেও মমতা শীতলখুচির প্রসঙ্গ তুলেছেন। পাল্টা দিয়েছেন দেবাশিসও। এ দিন বীরভূমেও ঠিক সেটাই ঘটেছে। মমতা বলেন, ‘‘আমি যদি ফাঁসাতাম, ভাল করে ফাঁসাতাম।’’ মুখ্যমন্ত্রী এর পরেই কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ‘‘কার কথায় গুলি চালিয়েছিল সেদিন? এই প্রশ্নটা শুধু করুন।’’ খানিকটা হুঁশিয়ারির সুরের মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘বিজেপি করছেন করুন। কারও জীবন কাড়বেন না।’’

এর প্রতিক্রিয়ায় দেবাশিস এ দিন ফের দাবি করেন, ‘‘আমি আগে বলেছি, এখনও বলছি, আমাকে ফাঁসানো হয়েছে।’’ তাঁর আরও দাবি, ‘‘ভোটগ্রহণের সময় রাজ্য পুলিশের হাতে বুথ ও বুথ সংলগ্ন এলাকা পরিচালনা করার কোনও ক্ষমতা থাকে না। তবুও উনি বারবার আমার বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ আনছেন।’’

এ দিন কড়কড়িয়ার সভায় মুখ্যমন্ত্রী বীরভূমে রাজ্য সরকারের কী কী উন্নয়ন করেছে, তা জানিয়েছেন। তিনি দাবি করেন, তারাপীঠ, নন্দিকেশ্বরী, ফুল্লরা, নলাটেশ্বরী-সহ বীরভূমে সহ সতীপীঠের উন্নতি করা হয়েছে। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিক্যাল কলেজ, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ, বীরভূম হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। ডেউচা-পাঁচামি কয়লা শিল্পে অনেক বেকার ছেলে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে চাকরি পাবেন বলে মুখ্যমন্ত্রীর দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement