শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
বৃহস্পতিবার ভোট প্রচারের শেষ দিনে বসিরহাট স্টেডিয়াম মাঠে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় কর্মীদের তিনি বলেন, ‘‘ভোট করতে গিয়ে কাউকে জেলে যেতে হলে পাঁচ হাজার টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হবে। আমি রাত জেগে পাহারায় আছি। মনে রাখবেন, গ্রামে কেউ ঢুকলে সকলকে সতর্ক থাকার জন্য শাঁখ এবং হুইসেল বাজাতে হবে।’’
কর্মীদের প্রতি শুভেন্দুর পরামর্শ, বুথে বুথে ওয়েব কাস্টিং ক্যামেরা থাকছে। ক্যামেরা চালু আছে কিনা, সে দিকে নজর রাখতে হবে। ক্যামেরা না চললে জানাতে হবে। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকছেন সিআরপিএফ-এর ডিআইজি। বুথে বুথে, বিশেষ করে সুন্দরবন এলাকা হিঙ্গলগঞ্জ, সন্দেশখালিতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী থাকবে। শুভেন্দু বলেন, ‘‘কেউ যদি ধমক-চমক দেয় বা টাকা নিয়ে গ্রামে ঢোকে, তা হলে আমাকে জানান। কেন্দ্রীয় বাহিনী তৈরি থাকবে, তাঁদের বলুন।’’
বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রেখা পাত্রকে বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত করার পরে ২৯ মার্চ ‘পরিচিতি কর্মসূচি’র ডাক দিয়েছিল দলের বসিরহাট সাংগঠনিক জেলা। সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শুভেন্দু। কিন্তু বিজেপিকে সে দিন জনসভার অনুমতি দেয়নি প্রশাসন। শুভেন্দু সে দিনই বসিরহাটে পথসভায় জানান, ভোটের আগে বসিরহাট স্টেডিয়ামের মাঠে জনসভা করবেন। এ দিন বক্তব্যের শুরুতেই শুভেন্দু বলেন, ‘‘আমার চ্যালেঞ্জ ছিল, বসিরহাট স্টেডিয়ামে জনসভা করব।’’
বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় পরে বলেন, ‘‘জেলে যাওয়াটা কি গর্বের কথা, যে সাম্মানিক ভাতা পাবে! আগে তো জিতুক। জিততে পারবে না বলে উস্কানিমূলক কথা বলে মানুষকে বিপদের মুখে ঠেলতে চাইছে।’’