Lok Sabha Election 2024

দেব-দর্শনে উৎসাহ, আক্ষেপও

দেবকে এক ঝলক দেখতে, একবার হাত মেলাতে বা একটা নিজস্বী তুলতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় মিছিলে। তবে পুলিশের তৎপরতায় কোনও অসুবিধা হয় নি

Advertisement

সৌরভ চক্রবর্তী

সিউড়ি শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ০৯:২৩
Share:

বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে রোড-শোয়ে চিত্রতারকা দেব। সিউড়িতে । ছবি: তাপস বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে উৎসাহ এবং আক্ষেপ! বুধবার সিউড়িতে ‘দেব’দর্শনে ধরা পড়ল এমন ছবিই।

Advertisement

এক দিকে সেচ কলোনির মাঠের অস্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে টিনবাজারের মুখ পর্যন্ত রাস্তার দু’ধারে অপেক্ষারত হাজারো মানুষের উচ্ছ্বাস যেমন প্রকাশিত হয়েছে, তেমনই আবার সময়ের অভাবে রোড-শো সম্পূর্ণ করার আগেই মাঝ রাস্তা থেকে তৃণমূলের বিদায়ী সাংসদ, চিত্রতারকা দেব ফিরে যাওয়ায় তারকাকে না দেখার আক্ষেপও রয়েছে অনেকের মধ্যেই। যদিও বিজেপির দাবি, যতই তারকা আসুক, সিউড়ি শহরে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল কোনওভাবেই এক নম্বরে আসতে পারবে না।

বুধবার দুপুর বারোটা থেকে সিউড়িতে শুরু হওয়ার কথা ছিল দেবের রোড-শো। সেই মতো এ দিন সকাল থেকেই জেলা পুলিশের আধিকারিকরা সিউড়ির সেচ কলোনি মাঠের অস্থায়ী হেলিপ্যাডে এসে উপস্থিত হন। বেলা বাড়ার সাথে সাথেই প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন হেলিপ্যাডের চারদিকে। বাইরের রাস্তাতেও আগ্রহীদের সংখ্যা বাড়তে থাকে। দেবের রোড-শোয়ের জন্য একটি সুসজ্জিত গাড়িও তৈরি রাখা হয়। নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পরে সিউড়িতে নামে দেবের কপ্টার। সেখান থেকেই চারদিক খোলা গাড়িতে চেপে রোড-শো শুরু করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। সঙ্গে ছিলেন বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, সিউড়ির বিধায়ক তথা জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী প্রমুখরা৷

Advertisement

দেবকে এক ঝলক দেখতে, একবার হাত মেলাতে বা একটা নিজস্বী তুলতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় মিছিলে। তবে পুলিশের তৎপরতায় কোনও অসুবিধা হয় নি৷ এ দিন মাঠ থেকে বেরিয়ে সার্কিট হাউস, এসপি মোড়, আরটি স্কুল মোড়, মসজিদ মোড় হয়ে টিনবাজারের মুখে গিয়ে হঠাৎই রোড-শো শেষ করার ঘোষণা করেন দেব৷ তিনি জানান, বীরভূমের কর্মসূচি শেষ করেই পূর্ব বর্ধমানের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তাই বাধ্য হয়েই সিউড়ির কর্মসূচি কিছুটা সংক্ষিপ্ত করতে হয়েছে৷

যেখানে রোড-শো শেষ হয়েছে, সেখান থেকে মাদ্রাসা রোড, বাসস্ট্যান্ড, প্রশাসন ভবন মোড়-সহ আরও একাধিক জায়গা ছুঁয়ে যাওয়ার কথা হয়েছিল দেবের। সেই মতো সেখানেও রাস্তার দু’ধারে অপেক্ষা করছিলেন বহু মানুষ। কিন্তু হঠাৎই কর্মসূচি শেষ হয়ে যাওয়ায় এই দফায় দেব-দর্শনে বঞ্চিতই থেকে গেলেন তাঁরা৷ দেখতে না পাওয়ার কষ্ট এবং ক্ষোভ স্পষ্ট ফুটে ওঠে তাদের চোখে মুখেও। রোড-শো শেষ করে দেব বলেন, “নেতা হোক বা অভিনেতা দু'জনেই মানুষের উপরেই নির্ভরশীল। মানুষই আমাদের সফল নেতা বা সফল অভিনেতা বানান। এখানে যে জনসমুদ্র দেখলাম, তাতে আমার আর ভোটের ফল নিয়ে কোনও সন্দেহ নেই। সিউড়ি তথা বীরভূমের মানুষ তৃণমূলকেই জয়ী করবে।” বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সহ সভাপতি বাবন দাস বলেন, “উনি ছোট জলাশয় দেখেছেন প্রকৃত সমুদ্র দেখেননি। আমোদপুরে প্রধানমন্ত্রীর সভায় যে পরিমাণ মানুষ এসেছিলেন, সেটাকে জনসমুদ্র বলে, তৃণমূলের মিছিলের এই সামান্য ভিড়কে নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement