দেশের নজর গণনায়। — গ্রাফিক: শৌভিক দেবনাথ।
গুজরাতের গান্ধীনগর আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ লক্ষ ৩৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অমিত শাহ।
বিজেপি প্রার্থীরা দিল্লির সাতটি লোকসভা আসনেই এগিয়ে রয়েছেন।
রাজস্থানের জয়পুর আসনে বিজেপির মঞ্জু শর্মার জয়। তিনি জিতলেন ৩,৩১,৭৬৭ ভোটে।
ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা ভূপেশ বঘেল। তিনি বিজেপি প্রার্থীর চেয়ে পিছিয়ে রয়েছেন ৩০,৩৩০ ভোটে।
বিহারের হাজিপুর কেন্দ্রে ৬০,৪৪৭ ভোটে এগিয়ে এলজেপি (রামবিলাস) প্রার্থী চিরাগ পাসওয়ান।
উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগিয়ে ১,১৭,৫৪০ ভোটে।
কেরলের তিরুঅনন্তপুরম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী শশী তারুর।
অসমের ধুবড়ি কেন্দ্রে এগিয়ে কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। এআইইউডিএফ প্রার্থী মহম্মদ বদরুদ্দিন আজমল পিছিয়ে ৪,২৯,৫৭৮ ভোটে।
মধ্যপ্রদেশের ইনদওরে বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি এগিয়ে ৭,৮৯,৬২৫ ভোটে। দ্বিতীয় স্থানে রয়েছে নোটা। নোটায় পড়েছে ১,৬৯,২২৮ ভোট।
কর্নাটকের হাসন আসনে ১৭,১০৮ ভোটে পিছিয়ে জেডি (এস) প্রার্থী প্রজ্বল রেভান্না।
নাগপুর লোকসভা কেন্দ্রে ২৮,৯৮৭ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নিতিন গডকড়ী। মুম্বই (উত্তর) কেন্দ্রে লক্ষাধিক ভোটে এগিয়ে পীযূষ গয়াল।
অসমের জোড়হাট লোকসভা কেন্দ্রে ৪১,৯৭৮ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ।
অযোধ্যার কেন্দ্র ফৈজাবাদে পিছিয়ে বিজেপি প্রার্থী। তিনি তিন হাজারের বেশি ভোটে পিছিয়ে।
তামিলনাড়ুর কোয়েম্বত্তূরে ৭৪০০ ভোটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই।
উত্তরপ্রদেশের রায়বরেলী কেন্দ্রে ২১২৬ ভোটে এগিয়ে রাহুল গান্ধী।
রোহতকে বিজেপি প্রার্থী অরবিন্দ শর্মার চেয়ে ৫৩,৬০৪ ভোটে এগিয়ে কংগ্রেস প্রার্থী দীপেন্দ্র হুডা।
‘ওয়ারিস পঞ্জাব দে’-এর প্রধান জেলবন্দি অমৃতপাল সিংহ পঞ্জাবের খাদুর সাহিব আসনে এগিয়ে ৪৫,৪২৪ ভোটে।