কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।
দার্জিলিঙে রবিবার সকাল থেকে কুয়াশা। আকাশও মেঘাচ্ছন্ন। সেই কারণেই শাহের কপ্টার নামতে পারেনি লেবংয়ে। দু’বার অবতরণের চেষ্টা হয়েছিল। কিন্তু তা সফল হয়নি। পরে বিহারের দিকে চলে যায় কপ্টার।
ফোনের সংক্ষিপ্ত বার্তায় শাহ বলেন, ‘‘গোর্খাদের মতো বলিদান এই দেশের জন্য আর কেউ দেয়নি। আমি আমাদের গোর্খা পরিবারকে বলতে চাই, আপনাদের ন্যায়ের লড়াইয়ে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা ন্যায়বিচার সুনিশ্চিত করবই। সংবিধান আপনাদের ন্যায়বিচার দেবে।’’
ফোনে পাহাড়ের গোর্খাদের উদ্দেশে বার্তা দিয়েছেন শাহ। বলেন, ‘‘পাহাড়ে শান্তি ফেরাতে পারে শুধু বিজেপি। আপনারা রাজুকে ভোট দিয়ে দ্বিতীয় বারের জন্য সাংসদ নির্বাচিত করুন, কেন্দ্রে নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করুন।’’
ফোনে দার্জিলিঙবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অমিত শাহ। বলেন, ‘‘দার্জিলিং পৌঁছতে না পারার জন্য আমি দুঃখিত।’’ এর পর বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থীর জন্য ভোট চেয়েছেন তিনি।
দার্জিলিং পৌঁছতে না পেরে ফোনে বার্তা দিলেন অমিত শাহ। তাঁর ফোন হাতে নিয়ে মাইকের সামনে ধরেছেন রাজু বিস্তা।
খারাপ আবহাওয়ার কারণে দার্জিলিঙে অনিশ্চিত অমিত শাহের সভা। তাঁর কপ্টার এখনও লেবংয়ে নামতে পারেনি। স্থানীয় সূত্রে খবর, কপ্টার নামার মতো আবহাওয়ার পরিস্থিতিই নেই দার্জিলিঙে। শাহকে সভা করতে হলে পৌঁছতে হবে সড়কপথে। এখনও আশা ছাড়েননি দার্জিলিঙের বিজেপি নেতৃত্ব।
খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। লেবংয়ের হেলিপ্যাডে নামার কথা তাঁর। কিন্তু এখনও তিনি শিলিগুড়িতে আটকে।
শাহের সভায় দার্জিলিঙের গোর্খা মাঠে জনসমাগম হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে অপেক্ষা করে আছেন জনগণ। সকাল ১০টা থেকেই তাঁরা সভাস্থলে বসে রয়েছেন।
শনিবারই রাজ্যে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ির হোটেলে রাতে ছিলেন তিনি। রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে আছেন।