Lok Sabha Election 2024

রাস্তায় উন্নয়ন, কেষ্টর সুরই কাজলের মুখে

বিভেদের রাজনীতি করলে গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ আসন্ন নির্বাচনে সন্ত্রাসের কথা বলছে কাজল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নানুর শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৪ ০৭:৫৪
Share:

কাজল শেখ। —ফাইল চিত্র।

এ বার জেলবন্দি অনুব্রত মণ্ডলের মতো রাস্তায় ‘উন্নয়ন’ দাঁড়িয়ে থাকার কথা বললেন বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ। পাশাপাশি, বিভেদের রাজনীতি করলে গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ আসন্ন নির্বাচনে সন্ত্রাসের কথা বলছে কাজল।

Advertisement

জেলে যাওয়ার আগে প্রায় প্রতিটি নির্বাচনের আগে অনুব্রতকে বলতে শোনা যেত, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। বিরোধীদের অভিযোগ, আসলে ভোটে শাসকদলের সশস্ত্র বাহিনীর সন্ত্রাসের কথাই বলতেন অনুব্রত। শুক্রবার একই সুর শোনা গেল কাজলের মুখে।

এ দিন নানুরের পাপুড়িতে তৃণমূলের কর্মিসভা ছিল। কাজল ছাড়াও হাজির ছিলেন দলীয় প্রার্থী অসিত মাল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ।

Advertisement

এ দিনের কর্মিসভার পরে ভোটের কৌশল সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কাজল বলেন, ‘‘ভোটের দিন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে।’’ পাশাপাশি তাঁর সংযোজন, ‘‘রাতের অন্ধকারে যাঁরা টাকা দিয়ে বিভেদের রাজনীতি করতে আসবেন তাঁদের বিরুদ্ধে প্রথমে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। না হলে সরাসরি গুজরাটে পাঠিয়ে দেওয়া হবে।’’

কাজলের মন্তব্যের বিরোধিতা করে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ( বোলপুর ) সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, ‘‘ভোটে তৃণমূল সন্ত্রাস না করলে তাদের কোথায় যেতে হবে সেটাই ভাবুক আগে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement