১ জুন মল্লিকার্জুন খড়্গের বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।
ভোটগণনার মধ্যেই মঙ্গলবার বৈঠকে বসতে পারেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। কংগ্রেসের একটি সূত্র উদ্ধৃত করে সোমবার প্রকাশিত খবরে এ কথা জানানো হয়েছে। প্রকাশিত খবরে দাবি, মঙ্গলবার বিকেলে বা বুধবার সকালে দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে ওই বৈঠক হতে পারে। ঘটনাচক্রে, মঙ্গলবার সকাল থেকেই দেশ জুড়ে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভা ভোটের গণনাপর্ব।
গত শনিবার দুপুরে খড়্গের বাড়িতে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়েছিল। কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল, প্রিয়ঙ্কার পাশাপাশি এনসিপি (শরদ) সভাপতি শরদ পওয়ার, আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, আরজেডির তেজস্বী যাদব, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, জেএমএম নেত্রী কল্পনা সোরেনের মতো জোটের প্রথম সারির নেতা-নেত্রীরা হাজির ছিলেন।
দিল্লির ওই বৈঠকে ডিএমকের তরফে ছিলেন টিআর বালু। কিন্তু তৃণমূলের কোনও প্রতিনিধি বৈঠকে যাননি। ৭২ ঘণ্টার মধ্যেই আবার নতুন করে বৈঠক কেন? কংগ্রেসের ওই সূত্র জানাচ্ছে, ভোট-পরবর্তী কৌশল ঝালিয়ে নিতেই আবার আলোচনায় বসতে চলেছেন বিরোধী নেতা-নেত্রীরা। পাশাপাশি, ভোটগণনা সংক্রান্ত অনিয়মের অভিযোগ জানাতে যৌথ ভাবে নির্বাচন কমিশনের দফতরে যাওয়ারও প্রস্তুতি নিয়ে রাখছেন তাঁরা। শনিবার সপ্তম তথা শেষ দফা ভোটপর্বের পর প্রকাশিত বিভিন্ন বুথফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ-র বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কংগ্রেস-সহ বিরোধী দলগুলি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।