—প্রতীকী চিত্র।
কংগ্রেসের অধীর চৌধুরীর জন্য বহরমপুর কেন্দ্রে সম্ভবত প্রার্থী দিচ্ছে না বামেরা। অন্য দিকে, মহম্মদ সেলিমের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা আসন। নানা রকম আলোচনার মধ্যে মুর্শিদাবাদ জুড়ে জোরালো প্রচার শুরু করেছে বামেরা। তার মধ্যেই মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত জলঙ্গি বিধানসভায় শতাধিক বাম কর্মী দল ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। যদিও যোগদানকারীরা মধ্যে কেউ বামেদের নয় বলে দাবি করেছে সিপিএম।
সোমবার সন্ধ্যায় জলঙ্গিতে তৃণমূলের ডাকা নির্বাচনী সভায় ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান এবং জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রজ্জাক। তাঁদের হাত ধরেই তৃণমূলে যোগ দেন একশোর বেশি সিপিএম কর্মী।
এই যোগদান প্রসঙ্গে আব্দুর বলেন, “যোগদান চলছে, চলবে। আগামিদিনে যোগদানের হিড়িক পড়বে। এর পর বিরোধীরা অনুভব করবে তাদের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতেই ওঁরা যোগদান করেছেন।” অন্য দিকে, এ নিয়ে সিপিএম নেতা ইউনিস সরকারের দাবি, তাঁদের কোনও কর্মী তৃণমূলে যাননি। তিনি বলেন, “ওঁরা প্রত্যেকেই তৃণমূল, ওঁরা কেউ বামকর্মী নন।’’ পাশাপাশি তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, ‘‘ওঁদের নিজেদের কর্মিসভায় তো লোকই ছিল না!”