Lok Sabha Election 2024

খড়দহ থেকে উদ্ধার আধুনিক পিস্তল, তাজা কার্তুজ, ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধারে চাঞ্চল্য

এক ব্যবসায়ীর কাছে তোলা চেয়ে হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। তোলা না দেওয়ায় ব্যবসায়ীর দোকানের সামনে গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। সেই তদন্তে নেমে অস্ত্রশস্ত্র উদ্ধার করল পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

টিটাগড় শেষ আপডেট: ১৪ মে ২০২৪ ১৪:৫৩
Share:

ভোটের মুখে অস্ত্র উদ্ধার। — নিজস্ব চিত্র।

ব্যবসায়ীকে হুমকির অভিযোগের তদন্তে নেমে বেআইনি অস্ত্রশস্ত্রের হদিস পেল উত্তর ২৪ পরগনার পুলিশ। পুলিশি হানায় উদ্ধার একাধিক আধুনিক পিস্তল এবং তাজা কার্তুজ। ঘটনায় বিহার যোগেরও প্রমাণ পেয়েছে পুলিশ। ভোটের ঠিক আগে এত অস্ত্র উদ্ধার হওয়ায় চিন্তিত ব্যারাকপুরের পুলিশ-প্রশাসন।

Advertisement

চলতি আইপিএল ঘিরে জুয়ায় টাকা লাগিয়ে হেরে গিয়েছিলেন। সেই লোকসান পুষিয়ে নিতে খড়দহ থানা এলাকার বিবেকনগরের এক ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি দেয় দুষ্কৃতীরা। কিন্তু ব্যবসায়ী তোলা দিতে রাজি হননি। অভিযোগ, তোলা না পেয়ে গত ৭ মে বিবেকনগরে ওই ব্যবসায়ীর দোকানের সামনে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর পরেই তদন্তে নামে খড়দহ থানার পুলিশ। টিটাগড় থেকে ঘটনায় মূল অভিযুক্ত ওয়াসিমকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে আবার অন্য এক জায়গায় অভিযান চালানো হয়। ওয়াসিমের সেই ডেরা থেকে উদ্ধার হয় অস্ত্রশস্ত্র। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি সেভেন এমএম পিস্তল, একটি রিভলভার এবং ১৮ রাউন্ড তাজা কার্তুজ।

তদন্ত করতে গিয়ে পুলিশ এই ঘটনার সঙ্গে বিহারের দুই দুষ্কৃতীর যোগ পেয়েছে বলে জানা গিয়েছে। ওই দুই দুষ্কৃতীকে ট্র্যাক করার চেষ্টা করছে পুলিশ। খড়দহ এলাকাটি পড়ে দমদম লোকসভার মধ্যে। ভোটের ঠিক মুখে এই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement