(বাঁ দিকে) অধীর চৌধুরী। নরেন চট্টোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।
বঙ্গে কাদের সঙ্গে জোট হবে, কত আসনে তারা লড়বে, সে ব্যাপারে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খোলসা করেনি কংগ্রেস হাইকমান্ড। কিন্তু তার আগেই বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়ে দিয়েছিলেন, পশ্চিমবাংলায় বামেদের সঙ্গে জোট করেই ভোট লড়বে কংগ্রেস। এ-ও জানিয়ে দিয়েছিলেন, বহরমপুরে তিনি নিজে লড়বেন। পাশাপাশিই, পুরুলিয়া কেন্দ্রে কংগ্রেসের বর্ষীয়ান নেতা নেপাল মাহাতো প্রার্থী হচ্ছেন বলে জানিয়েছিলেন অধীর। তাতেই ফুঁসে উঠেছে বামফ্রন্টের শরিকদল ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বলেন, ‘‘কংগ্রেস কি বামফ্রন্টের দল নাকি? ওখানে বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লক প্রার্থীই লড়বেন! আমরা দলের তরফে ফ্রন্টে প্রার্থীর নামও জানিয়ে দিয়েছি।’’
কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, বাম শরিকদের মধ্যে সেই অনুযায়ী আসন ভাগাভাগি-সহ বিবিধ বিষয়ে ফ্রন্টের মধ্যে বিস্তর বিতণ্ডা হয়েছে। সিপিএম নেতারা ঘরোয়া আলোচনায় স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, তৃণমূল-বিজেপি ভোটকে এক জায়গায় করতে হলে সবাইকে ‘কৃচ্ছ্রসাধন’ করতে হবে। যে পারবে না, তাকে ছিটকে যেতে হবে।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন এই প্রশ্নে চাপ তৈরি করতে চেয়েছেন সিপিএমের উপরেও। তাঁর কথায়, ‘‘সিপিএম আগে ঘোষণা করুক, তারা কী করবে। তারা কি কংগ্রেসকে সমর্থন করবে? না কি বামফ্রন্টের দল ফরওয়ার্ড ব্লককে সমর্থন করবে?’’ নরেন আরও বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে পুরুলিয়ায় লড়ত লোকসেবক দল। তার পর ফরওয়ার্ড ব্লকই ওই আসনে লড়ে। ওই আসনের সঙ্গে আমাদের দল এবং বামপন্থী আন্দোলনের ঐতিহ্য জড়িয়ে রয়েছে। কংগ্রেসের জমিদারদের বিরুদ্ধে লড়াই করে গরিব মানুষকে জমি দিয়েছিল বামপন্থীরা। সে সব ইতিহাস ভুলে গেলে চলবে না।’’
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অবশ্য এই প্রসঙ্গে বলেন, ‘‘বামফ্রন্টেই ঠিক হয়েছে যে, আমরা তৃণমূল এবং বিজেপি-বিরোধী গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় করে লড়াই করব। সেটা আমাদের সকলকেই মনে রাখতে হবে। আমাদের দল সিপিএম, সেই কাজই তরান্বিত করে চলেছি।’’
বুধবার সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন, মুর্শিদাবাদের জঙ্গিপুর আসন থেকে কংগ্রেসের প্রতীকে লড়বেন মোর্তাজা হোসেন ওরফে বকুল। কিন্তু পাশের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিচ্ছে না। অনেক দিন ধরেই জল্পনা, এ বার মুর্শিদাবাদ আসনে প্রার্থী হতে পারেন সিপিএম রাজ্য সম্পাদক সেলিম। অধীরও বলেছেন, ‘‘ওই আসনে সম্ভবত সেলিম দাঁড়াবেন।’’ সঙ্গে তাঁর সংযোজন, ‘‘কংগ্রেসের প্রার্থিতালিকা তৈরি হয়ে গিয়েছে। প্রার্থীরাও সব জানেন। তাঁদেরও জানিয়ে দেওয়া হয়েছে। এ বার এআইসিসি ঘোষণা করবে শুধু।’’