প্রতিনিধিত্বমূলক ছবি।
পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে নজরদারির জন্য আইএএস আধিকারিক অলোক সিনহাকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এ কথা জানানো হয়েছে, এর আগে বুধবার বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল শর্মাকেও নিয়োগ করে কমিশন।
২০২১ সালের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের সময় বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শর্মার। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা থাকার কারণেই আবার তাঁকে বেছে নিল কমিশন। প্রসঙ্গত, আগামী ১৯ এপ্রিল থেকে ভোট পর্ব শুরু হচ্ছে রাজ্যে।
লোকসভা ভোট ঘোষণার আগে থেকেই বঙ্গের বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্রেফতারি বা টাকা উদ্ধারের মতো ঘটনার তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করাই বিশেষ পুলিশ পর্যবেক্ষকের মূল কাজ। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বিশেষ পুলিশ পর্যবেক্ষক শর্মার রিপোর্ট করার কথা বিশেষ পর্যবেক্ষক অলোকের কাছে।