Humayun Kabir

বিতর্কিত মন্তব্যের জের! ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ় করল নির্বাচন কমিশন

কমিশন সূত্রে খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে হুমায়ুনের অভিযোগ জানিয়েছিলেন কমিশনের কাছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৪ ২০:৪৫
Share:

হুমায়ুন কবীর। —ফাইল চিত্র।

বিতর্কিত মন্তব্যের জেরে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে শো-কজ় করল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশন সূত্রে খবর, গত ২ মে বিজেপি নেতা শিশির বাজোরিয়া কমিশনের কাছে হুমায়ুনের অভিযোগ জানিয়েছিলেন কমিশনের কাছে। তৃণমূল বিধায়কের মন্তব্যে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে মনে করেই তাঁকে শো-কজ়ের চিঠি ধরিয়ে জবাব তলব করা হয়েছে।

হুমায়ুনের বিরুদ্ধে মুর্শিদাবাদের শক্তিনগর থানাতেও অভিযোগ জানিয়েছিল বিজেপি। বিজেপির তরফে থানায় অভিযোগ দায়ের করেছেন শক্তিপুরে বিজেপির মণ্ডল সভাপতি গোকুলবিহারী ঘোষ। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গত ১ মে সন্ধ্যা ৬টা নাগাদ শক্তিপুর সবজি মার্কেটে এক সভায় হুমায়ুন কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। বিজেপির দাবি, অবিলম্বে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক।

Advertisement

যদিও হুমায়ুন সেই সময় দাবি করেছিলেন যে, সম্প্রতি জেলায় এসে বিজেপি নেতা আদিত্যনাথ কিছু মন্তব্য করেছিলেন। সেই সূত্রেই তাঁর এমন মন্তব্য। তিনি বলেছিলেন, ‘‘আমার দলকে আক্রমণ করলে, কর্মীদের সুরক্ষিত করার অধিকার আমার আছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement