গ্রাফিক: শৌভিক দেবনাথ।
লোকসভা ভোটের আগে চলতি সপ্তাহেই রাজ্যে আসছেন তিন জন আয়-ব্যয় পর্যবেক্ষক। লোকসভা নির্বাচনে অর্থশক্তির ব্যবহার রুখতে ওই তিন পর্যবেক্ষককে রাজ্যে পাঠাচ্ছে নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, আয়-ব্যয় পর্যবেক্ষকেরা নির্বাচনে টাকার অপব্যবহার রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পেশীশক্তি তো বটেই ভোটে অর্থশক্তিকেও কোনও ভাবে বরদাস্ত করা হবে না। ওই সূত্রের খবর, প্রার্থীদের প্রতিটি আর্থিক পদক্ষেপের উপর কড়া নজর রাখবেন এই পর্যবেক্ষকরা। লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচনে কাজ করবেন তিন পর্যবেক্ষক। প্রার্থীরা নিয়ম মেনে খরচ করছেন কি না, সে বিষয়ে নজরদারি চালাবেন তাঁরা।
কোচবিহার লোকসভা আসনের জন্য কমিশন আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে পাঠাচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস (আইআরএস)-এর আধিকারিক সঞ্জয় কুমারকে। আইআরএস আ মদনমোহন মীনাকে দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ি আসনে। আলিপুরদুয়ারের আয়-ব্যয়ের পর্যবেক্ষক হিসাবে থাকবেন আইআরএস আধিকারিক শালম কে দুর্গেশ যাদব।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় রাজ্যের তিনটি লোকসভা আসনে ভোটগ্রহণ হবে। এগুলি হল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার।