Lok Sabha Election 2024

গণনার আগে ব্যাগভর্তি সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান

রানিনগর থানা এলাকার বাসিন্দা আব্দুর রজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পিছনে ঘাসজমিতে তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

রানিনগর  শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ১৬:০৬
Share:

ব্যাগ ভরা সকেট বোমা উদ্ধার। — নিজস্ব চিত্র।

ভোট মিটলেও মুর্শিদাবাদে বোমা উদ্ধারে বিরাম নেই। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ব্যাগভর্তি তাজা সকেট বোমা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানিনগর থানার পানিপিয়া পুরাতনপাড়া মাঠ এলাকায়। উদ্ধার হওয়া বোমাগুলি কোথা থেকে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে ‘বম্ব ডিসপোজ়াল স্কোয়াডে’।

Advertisement

মুর্শিদাবাদের রানিনগর থানা এলাকার বাসিন্দা আব্দুর রজ্জাক নামে এক ব্যক্তির বাড়ির পিছনে ঘাসজমিতে তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধার হয়েছে যে বাড়ির পিছন থেকে, সেই বাড়ির মালিক আব্দুরের দাবি, কে বা কারা রাতের অন্ধকারে বোমা রেখেছে, তা তাঁর জানা নেই। পুলিশ বোমাগুলি সারা রাত পাহারা দেয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। মঙ্গলবার লোকসভা ভোটের ফলপ্রকাশ। তার আগেই মুর্শিদাবাদে বোমা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement