Saira Shah Halim

পরীক্ষার প্রস্তুতি কেমন, শুভেচ্ছা দিয়ে সায়রাকে প্রশ্ন বুদ্ধের

আলিপুরে জেলা নির্বাচন আধিকারিকের দফতরে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সায়রা। তার পরে গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবাসনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৪ ০৮:২৫
Share:

বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে সায়রা শাহ হালিম। — নিজস্ব চিত্র।

মনোনয়ন জমা দেওয়ার পরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে এলেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, ‘এ লড়াই জিততে হবে’!

Advertisement

আলিপুরে জেলা নির্বাচন আধিকারিকের দফতরে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সায়রা। তার পরে গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আবাসনে। বুদ্ধবাবুর চিকিৎসার সূত্রে ওই বাড়িতে যাতায়াত রয়েছে চিকিৎসক ফুয়াদ হালিমের। স্ত্রী সায়রাকে সঙ্গে করে তিনিই নিয়ে গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ে। বাড়িতে ছিলেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্য। সায়রা পরিচয় দিয়ে আশীর্বাদ চাওয়ার পরে বুদ্ধবাবু তাঁর কাছে জানতে চেয়েছেন, পরীক্ষা কবে? প্রস্তুতি কেমন? সায়রার বক্তব্য, ‘‘বুদ্ধবাবুর আশীর্বাদ ভীষণ জরুরি ছিল। তিনি এবং মীরাদেবী শুভেচ্ছা জানিয়েছেন, অশীর্বাদ করেছেন। বুদ্ধবাবু বলেছেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে!’’

শারীরিক কারণেই এখন বাইরে বেরোনো সম্ভব নয় বুদ্ধবাবুর। ভোট দিতে বুথে যাওয়াও সম্ভব নয়। চোখের সমস্যা থাকায় টিভি দেখা হয় না, কাগজও নিজে পড়তে পারেন না। তবে কাগজ তাঁকে পড়ে শোনাতে হয়। বাংলার রাজনৈতিক পরিস্থিতি, ভোট-পর্ব সম্পর্কে খবর রাখছেন বুদ্ধবাবু। মীরার কথায়, ‘‘বিশেষত, নতুন ছেলেমেয়েরা, তরুণ প্রজন্ম কী করছে, সেই বিষয়ে ওঁর খুবই আগ্রহ।’’ আগেকার মতো বুদ্ধবাবু এবং তাঁদের সন্তানকে নিয়ে তিন জনে একসঙ্গে ভোট দিতে যাওয়া হবে না বলে আক্ষেপও শোনা গিয়েছে মীরার গলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement