—প্রতিনিধিত্বমূলক ছবি।
এমস-এর পুরনো দাবি ঘিরে নতুন বিতর্ক উস্কে দিলেন কোচবিহার কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী। শনিবার কোচবিহার শহরে আনন্দবাজার পত্রিকা আয়োজিত ‘সেয়ানে সেয়ানে’ বিতর্কসভায় বক্তব্য রাখতে গিয়ে পিয়া জানান, তিনি ভোটে জিতলে কোচবিহারে এমস হাসপাতাল আনার জন্য লড়বেন। না জিতলেও কোচবিহারে এমস-এর হয়েই সওয়াল করবেন। তা হলে দীপা দাশমুন্সির রায়গঞ্জের এত দিনের দাবির কী হবে? পিয়া বলেন, ‘‘দীপাদি আমার যুক্তি বুঝবেন। আমাকে সমর্থন করবেন।’’
ওই বিতর্কসভায় উপস্থিত ছিলেন কোচবিহার কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ও বাম তথা ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতীশচন্দ্র রায়। পিয়ার বক্তব্যকে কটাক্ষ করেছেন দু’জনেই। তৃণমূল প্রার্থী বলেন, ‘‘উনি দিবাস্বপ্ন দেখছেন। উনি জিতবেনও না, সংসদে যাবেনও না। তাই ওই বিষয়ে আমার বলার কিছু নেই।’’ পিয়ার দাবি নিয়ে নীতীশ বলেন, ‘‘উনি দিবাস্বপ্ন দেখতেই পারেন। তবে দীপা দাশমুন্সীকে টেক্কা দিয়ে রায়গঞ্জ থেকে কোচবিহারে এমস হাসপাতাল আনা আকাশকুসুম কল্পনা।’’ তাঁর দাবি, উত্তরবঙ্গে এমস-এর দাবি প্রথম তাঁরাই তুলেছিলেন। পরবর্তীকালে কল্যাণীতে কেন এমস গেল, সে প্রশ্নও উঠেছে সভায়।
বিতর্কসভায় অবশ্য ছিলেন না কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু কংগ্রেসের বক্তব্য গুরুত্ব দিতে চাননি। বিরাজ বলেন, ‘‘স্বাধীনতার পরে কয়েক দশক কেন্দ্রে, এক সময় রাজ্যেও ক্ষমতায় ছিল কংগ্রেস। রাজ্যে বাম, কেন্দ্রে কংগ্রেস থাকার সময়েও দুই শিবিরের অলিখিত বন্ধুত্ব ছিল। তখন কেন কংগ্রেস কোচবিহারে এমস করার জন্য উদ্যোগী হয়নি। ওদের বক্তব্যের গুরুত্বও নেই।’’ কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির শহর রায়গঞ্জে এমস-এর দাবি দীর্ঘদিনের। সেখানে জমি চিহ্নিত করাও হয়। বরাদ্দ হয় অর্থ। ২০০৯ সালে ইউপিএ পরিচালিত কেন্দ্র রায়গঞ্জে এমসের ধাঁচে হাসপাতাল তৈরির কথা ঘোষণা করে। অভিযোগ, তার পরে কাজ এগোয়নি। বেশ কয়েক বছর থমকে আছে সেই স্বপ্ন। পিয়ার সাফাই, ‘‘রায়গঞ্জ থেকে কলকাতা যতটা যেতে পারি। কোচবিহার থেকে সে ভাবে নয়। টেক্কার কিছু নেই।’’ তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘‘উন্নয়নের ব্যাপারে যে কেউ প্রস্তাব রাখতেই পারেন। তবে ওই প্রস্তাব কার্যকর করতে পারবে একমাত্র তৃণমূল।’’
এ ব্যাপারে রায়গঞ্জের প্রাক্তন কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সির সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, ‘‘আমরা তো বরাবরই চাই, রায়গঞ্জে এমস-এর ধাঁচে হাসপাতাল হোক।’’ দলীয় প্রার্থীর দাবি প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘‘রায়গঞ্জে না হোক, উত্তরবঙ্গের কোথাও তো হোক, আমাদের আপত্তি নেই। এটাই তো আমাদের দাবি।’’