মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে কংগ্রেস নেতারা। — নিজস্ব চিত্র।
দলীয় কার্যালয় ‘ভাঙচুরে’ ব্যবস্থার দাবি-সহ কিছু বিষয়কে সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল প্রদেশ কংগ্রেস। ইদের জমায়েত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোট সংক্রান্ত আবেদন জানিয়েছেন, তা নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন কংগ্রেস নেতারা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাবের সঙ্গে শুক্রবার দেখা করেছেন প্রদেশ কংগ্রেসের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, প্রীতম ঘোষ, সুমন রায়চৌধুরী, বিশ্বজিৎ দে-রা। তাঁদের অভিযোগ, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনের পর থেকেই ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সম্প্রতি কলকাতার ১৩ নম্বর ওয়ার্ডে ক্যানাল সার্কুলার রোডে তাদের ২৫ বছরের পুরনো দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। কংগ্রেসের দাবি, অভিযোগ করা সত্ত্বেও এই ঘটনায় জড়িত শাসক দলের আশ্রিত সমাজবিরোধী এবং প্রশাসনের কিছু আধিকারিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। পরে আশুতোষ বলেন, “আমরা কমিশনে গিয়ে বলেছি, ইদের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির বার্তা দিয়েছেন। সামনেই রামনবমী আসছে। কোনও দলই যাতে ধর্মকে রাজনীতিতে ব্যবহার না করতে পারে এবং অপ্রীতিকর কোনও পরিস্থিতি সৃষ্টি না হয়, তার জন্য কমিশনকে সক্রিয় হতে হবে। আমরা প্রশ্ন তুলেছি, কেন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনে সর্বদল বৈঠক হয়নি।” কেন্দ্রীয় বাহিনীকে এখনও এলাকা টহল দিতে সে ভাবে দেখা যাচ্ছে না, এই অভিযোগও সিইও-র কাছে করেছেন কংগ্রেস নেতারা।