Rahul Gandhi

ভোটের কেরলে রাহুলকে কটাক্ষ মুখ্যমন্ত্রী বিজয়নের, কংগ্রেস বলল, ‘বিজেপির সুবিধা করে দিতে চান’!

লোকসভা ভোটের আগে কেরলে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম এবং কংগ্রেসের দ্বৈরথ তুঙ্গে উঠেছে। তাৎপর্যপূর্ণ ভাবে দু’দলই পরস্পরের বিরুদ্ধে ‘বিজেপিকে সুবিধা করে দেওয়া’র অভিযোগ তুলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৪:৩২
Share:

(বাঁ দিকে) রাহুল গান্ধী। পিনারাই বিজয়ন (ডান দিকে)। —ফাইল চিত্র।

লোকসভা ভোটের আগে কেরলে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম এবং কংগ্রেসের দ্বৈরথ তুঙ্গে উঠেছে। তাৎপর্যপূর্ণ ভাবে দু’দলই পরস্পরের বিরুদ্ধে ‘বিজেপিকে সুবিধা করে দেওয়া’র অভিযোগ তুলেছে।

Advertisement

কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন সম্প্রতি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধীর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি ছিল, রাহুল সত্যিই বিজেপির বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিলে হিন্দিবলয়ের কোনও আসনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে নামতেন। কেরলের ওয়েনাড়ে বামেদের বিরুদ্ধে লড়াই করতেন না।

জবাবে কেরলের কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন বলেন, ‘‘পিনারাই বিজয়নের উদ্দেশ্য বিজেপিকে সাহায্য করা। তাই গত এক মাস ধরে ধারাবাহিক ভাবে কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করে চলেছেন।’’ তাঁর সরকারের নানা দুর্নীতি ও অপকর্মগুলি আড়াল করাও বিজয়নের অন্যতম উদ্দেশ্য বলে অভিযোগ করেন সতীশন।

Advertisement

কূটনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে আরব থেকে বেআইনি ভাবে সোনা আমদানি, কারুভান্নুর সমবায় ব্যাঙ্ক দুর্নীতি-সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে বিজয়ন সরকার জড়িত বলেও অভিযোগ করেন সতীশন। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত এড়াতেই বিজয়ন বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। তাই ধারাবাহিক ভাবে নিশানা করছেন কংগ্রেস এবং রাহুলকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement