Lok Sabha Election 2024

পদ্ম-প্রার্থী নিয়ে ‘জটিলতা’ কাটেনি 

সম্প্রতি লোকসভা ভোটে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তাতে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

Advertisement

গৌর আচার্য 

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৪ ০৮:৫১
Share:

—প্রতীকী চিত্র।

এ বারের লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে উত্তর দিনাজপুরের ভূমিপূত্র বা ভূমিকন্যাকে প্রার্থী করার দাবি জানিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে শতাধিক ই-মেল গিয়েছে। তার জেরেই রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা আটকে রয়েছে কি না, তা নিয়ে দলে প্রশ্ন উঠেছে। বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, “এ বিষয়ে কোনও মন্তব্য করব না। শীর্ষ নেতৃত্ব যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করবেন।”

Advertisement

সম্প্রতি লোকসভা ভোটে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। তাতে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হয়নি। রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বদলে উত্তর দিনাজপুরের ভূমিপূত্র কিংবা ভূমিকন্যাকে রায়গঞ্জে প্রার্থী করার দাবিতে দীর্ঘদিন ধরে দলের অন্দরে দেবশ্রী ও বাসুদেবের ‘বিরোধী’ গোষ্ঠীর নেতা-নেত্রীরা জেলায় আন্দোলন করছেন। বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে, দেবশ্রী রায়গঞ্জ ছেড়ে কলকাতা রওনা হন।

জেলার বিজেপির ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠীর নেতা তথা দলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “কোনও বহিরাগত রায়গঞ্জের সাংসদ হলে, তিনি রায়গঞ্জের সার্বিক উন্নয়ন নিয়ে ভাববেন না। দেবশ্রী চৌধুরীর পাঁচ বছরের ভূমিকায় তা স্পষ্ট। তাই এ বারের লোকসভা ভোটে রায়গঞ্জে জেলার ভূমিপূত্র কিংবা ভূমিকন্যাকে প্রার্থী করার দাবি জানিয়ে জেলার বিভিন্ন ব্লক থেকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কয়েকশো ই-মেল গিয়েছে।” বিজেপির প্রাক্তন জেলা সহ সভাপতি তথা আর এক ‘বিক্ষুব্ধ’ নেত্রী বীণা ঝা বলেন, “আমাদের আশা, দল দেবশ্রীর বদলে জেলার ভূমিপূত্র কিংবা ভূমিকন্যাকে রায়গঞ্জে প্রার্থী করবে।” আরএসএসের সমীক্ষায় দেবশ্রীকে ফের প্রার্থী করার বিষয়ে সম্মতি রয়েছে বলে বিজেপির অন্দরের খবর। দেবশ্রীর বক্তব্য, “রায়গঞ্জে কে প্রার্থী হবেন তা দলের কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। প্রার্থী নিয়ে দলের বাইরের কিছু লোকের মিথ্যা প্রচার ও তাঁরা এ বিষয়ে কী বলছেন, মন্তব্য করব না।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement