Lok Sabha Election 2024

পরিচয়পত্রে ছবি নেই কেন, প্রশ্ন সিপিএমের

বিধাননগর সরকারি কলেজে এ দিন গণনা-কর্মীদের প্রশিক্ষণ ছিল। সেখানকার কিছু উদাহরণ তুলে সিপিএম এমন অভিযোগ করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ০৫:১২
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নির্বাচন কমিশনের কাছে বার বার বলা সত্ত্বেও গণনার আগের দিন, সোমবার পর্যন্ত সব গণনা-কর্মীকে পরিচয়পত্র দেওয়া হয়নি বা কিছু ক্ষেত্রে তা দেওয়া হলেও, সেখানে সংশ্লিষ্ট ব্যক্তির ছবি নেই, এমনই অভিযোগ করেছে সিপিএম। বিধাননগর সরকারি কলেজে এ দিন গণনা-কর্মীদের প্রশিক্ষণ ছিল। সেখানকার কিছু উদাহরণ তুলে সিপিএম এমন অভিযোগ করেছে। তাদের আশঙ্কা, ছবি না থাকলে সংশ্লিষ্ট কর্মীর বদলে যে কেউ নিজের ছবি লাগিয়ে পরিচয়পত্র ব্যবহার করে গণনা-কেন্দ্রে ঢুকে পড়তে পারেন। রাজ্যে ২০২১-এর বিধানসভা ও ২০২৩-এর পঞ্চায়েত ভোটে এই কায়দাতেই কারচুপি হয়েছিল বলে অভিযোগ করে সিপিএম এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে। প্রসঙ্গত, এ দিন তৃণমূল কংগ্রেসের নৈহাটি শহর সভাপতি সনৎ দে কমিশনে অভিযোগ করেছেন যে, বিজেপি ব্যারাকপুরে পুলিশের খাতায় এক ‘পরিচিত দুষ্কৃতীকে’ কাউন্টিং এজেন্ট করেছে। সনৎ ওই ব্যক্তির নাম উল্লেখ করেই আশঙ্কা করেছেন, এর ফলে গণনা-কেন্দ্রে গোলমাল হতে পারে। তৃণমূলের অভিযোগ, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা চলছে। তিনি সেই সব মামলায় এখনও জামিন পাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement