DEV

আনন্দবাজার অনলাইনের প্রচার মিটারে দেব

জমে উঠছে দিল্লিবাড়ির লড়াই। সেই যুদ্ধের মূল যোদ্ধাদের প্রচার মাপতে আনন্দবাজার অনলাইন শুরু করেছে নতুন বিভাগ ‘প্রচার মিটারে’। এ বার ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব।

Advertisement

ঐন্দ্রিলা বসু সিংহ

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ২০:৪৪
Share:

ঘাটালের রোড শোয়ে তৃণমূল প্রার্থী দেব। ছবি: সংগৃহীত।

নেতাচিত ভারিক্কি সাজ পোশাক নয়। অভিনেতাচিত জমকালোও নয়। ধুলো সবুজ সুতির কুর্তা আর গাঢ় রঙের ট্রাউজার্সে দেব একেবারে পাশের বাড়ির ছেলে। মুখে দিন কয়েক আগের দাড়ি-গোঁফের জঙ্গল কমেছে। তবে চুল এলোমেলো। হাতে সাদা ব্যান্ডের স্মার্টওয়াচ। বোতাম খোলা কুর্তার বুকে ঝোলানো অ্যাভিয়েটর সানগ্লাস। তবে রোদ চড়লেও সেই চশমা চোখে উঠল না।

Advertisement

পাশে হাসিমুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অথচ দেব প্রথম দিকে কিছুটা ম্রিয়মান ছিলেন। ভুবনভোলানো হাসির নায়কের ঠোঁটে ঝোলানো প্রাণহীন, নিষ্প্রভ হাসির রেখা। কিছু পরেই অবশ্য দৃশ্যে বদল। রোড শোয়ে চলা তৃণমূলের ‘গর্জন’ গানের তালে বাজছিল ঢাক। ‘ঢাকের তালে’ দেব নেচে নিলেন একটি আঙুল তুলে মাথা দুলিয়ে দুলিয়ে। ফিরল পরিচিত হাসিমুখও। বিকেলের রোদে দরদরিয়ে ঘামছিলেন, তবে দু’হাত থামছিল না তাঁর। অকাতরে উড়ন্ত চুমু বিলোলেন নায়ক।

ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত ২ কিলোমিটার রাস্তায় রোড শো। দেবের গাড়ির পিছনে সেই রাস্তার অন্তত আধা কিলোমিটার দেখাই যাচ্ছিল না। শুধু মানুষ। বাড়ির ছাদে, মাঠের ধারেও দেবকে দেখতে হাজির হয়েছিলেন জনতা। পরে দেবের সমর্থনে ঘাটালে আসা অভিষেকও বললেন, ‘‘গত বারে আমি সভা করেছিলাম, এ বার মানুষের সাড়া তার অন্তত তিন গুণ।’’

Advertisement

গ্রাফিক— শৌভিক দেবনাথ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement