Lok Sabha Election 2024 Result

ভোট লুট! কোর্টে যাচ্ছে বিজেপি

বিজেপি সূত্রে খবর, রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ফল নিয়ে দলের তরফে হাই কোর্টে যাওয়া হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ১৪ জুন ২০২৪ ০৮:৫৬
Share:

—প্রতীকী চিত্র।

ঘাটাল লোকসভার ভোটের ফলকে ‘চ্যালেঞ্জ’ করে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করতে চলেছে বিজেপি। দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহেই ‘ইলেকশন-পিটিশন’ দায়ের করা হবে। নালিশ করা হবে মূলত কেশপুর এবং সবং নিয়ে। বিজেপির দাবি, ঘাটাল লোকসভার অন্তর্গত এই দুই বিধানসভায় ভোট লুট হয়েছে। নালিশের স্বপক্ষে তথ্যও পেশ করা হবে।

Advertisement

কেশপুরের ভোট বাতিল করার দাবি জানাতে পারে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, ‘‘কেশপুরে প্রায় পুরোটাই ছাপ্পা করেছে তৃণমূলের লোকেরা। এখানকার ভোট বাতিল হওয়াই উচিত।’’ জেলার তৃণমূল নেতা অজিত মাইতি অবশ্য বলেন, ‘‘ঘাটালে সুষ্ঠু ভোটই হয়েছে। দেব ১ লক্ষ ৮২ হাজার ভোটে জিতেছে। তার কেশপুর থেকে ১ লক্ষ ৩ হাজার ভোটে, সবং থেকে ৩২ হাজার ৭০০ ভোটে এগিয়ে। অর্থাৎ, এই দুই বিধানসভা বাদ দিলেও দেব জিততই।’’

বিজেপি সূত্রে খবর, রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের ফল নিয়ে দলের তরফে হাই কোর্টে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রের দলীয় প্রার্থীরা হাই কোর্টে ‘ইলেকশন-পিটিশন’ দায়ের করবেন। সেই তালিকায় থাকছে ঘাটাল। বস্তুত, বুধবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ‘‘আমরা কয়েকটা ইলেকশন-পিটিশন করছি। আগামী সপ্তাহে মঙ্গল- বুধবারই ফাইল করছি। ছ’মাসের মধ্যে যাতে নিষ্পত্তি হয়, সেই ব্যবস্থা আমরা করছি।’’ জেলা বিজেপির এক নেতা জানালেন, ‘‘কেশপুর, সবংয়ের ভোটের প্রচুর তথ্য আমরা সংগ্রহ করেছি। সব দিয়েই পিটিশনটা করা হবে।’’

Advertisement

ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ভোটের দিনই দাবি করেছিলেন, ‘‘কেশপুরে ভোটের দিনে পাগলু ড্যান্স হয়েছে। লুঙ্গি তুলে হাতে বাঁশ নিয়ে আগুন লাগিয়ে পাগলু ড্যান্স করেছে তৃণমূলের বাহিনী।’’ সে দিন কেশপুরেই দফায় দফায় তৃণমূলের অবরোধে আটকেছেন হিরণ। এক সময়ে মারমুখী হয়ে উঠেছিলেন তৃণমূলের লোকেরা। পদ্ম-শিবির মনে করাচ্ছে, নোটা-য় ভোট পড়েছে, তবু বিজেপিতে পড়েনি, কেশপুরে এ বার এমন ঘটনাও ঘটেছে। এখানে ৩০টিরও বেশি বুথে বিজেপি পেয়েছে মাত্র ১ থেকে ৯টি ভোট। কোথাও শূন্যও পেয়েছে। কেশপুরে ২৮২টি বুথ রয়েছে। ভোটের দিনে শতাধিক বুথে এজেন্টই বসাতে পারেনি বিজেপি। প্রচারে কেশপুরে এসে তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে বলেন, ‘‘২০১৯ সালে আপনারা প্রায় ৯০ হাজারের বেশি ব্যবধানে দেবকে জিতিয়েছিলেন। এ বারে ব্যবধানটা এক লক্ষ করতে হবে। এক লক্ষের বেশি ব্যবধানে খালি কেশপুর থেকেই জেতাতে হবে।’’ এ বার এখানে দেব লিড পেয়েছেন ১ লক্ষ ৩ হাজার ভোটের। এই ফল নিয়েই বিজেপি হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে। তৃণমূলের জেলা নেতা অজিত মাইতির অবশ্য মন্তব্য, ‘‘কেউ কোর্টে পিটিশন করতে চাইলে করবে। তবে দেব প্রচারে ভালবাসার কথা বলেছে। ভালবাসা দিয়েও যে ভোটে জেতা যায়, ঘাটালের ফলে সেটাই প্রমাণিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement