Lok Sabha Election 2024

মিছিল নিয়ে যাওয়ার পথে কৃষ্ণেন্দুর সঙ্গে দেখা খগেনের, করমর্দন, বিরল সৌজন্যের নজির মালদহে

মালদহ উত্তরের খগেন যাচ্ছিলেন মনোনয়নপত্র জমা দিতে। কৃষ্ণেন্দুকে দেখতে পেয়ে তাঁর দিকে তাকিয়ে হাসিমুখে নমস্কার করেন খগেন। পাল্টা প্রতিনমস্কার আসে কৃষ্ণেন্দুর দিক থেকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মালদহ শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ২০:৫৯
Share:

মালদহে রাজনৈতিক সৌজন্য। — নিজস্ব চিত্র।

রাজনীতির কঠিন লড়াইয়ে সৌজন্য বিরল। সেই আবহেই বিরল নজিরের সাক্ষী থাকল মালদহ। মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন মালদহ উত্তরের বিদায়ী সাংসদ তথা এ বারের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মিছিল করে যাওয়ার পথে দেখতে পান দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। রাজনৈতিক আচকাআকচি ভুলে হাসিমুখে দু’জনেই একে অপরের দিকে হাত নাড়লেন। একে অপরকে জানালেন শুভেচ্ছাও।

Advertisement

মালদহ উত্তরের প্রার্থী খগেন যাচ্ছিলেন মনোনয়নপত্র জমা দিতে। কথা ছিল, মিছিল করে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দেবেন মনোনয়ন। সেই মতোই কাড়া, নাকাড়া, ঢাকঢোল বাজাতে বাজাতে এগিয়ে চলছিল পদ্ম প্রার্থীর মিছিল। পথেই খগেন দেখতে পান, রাস্তার পাশে লোকজন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি কৃষ্ণেন্দুনারায়ণ। দেখতে পেয়েই কৃষ্ণেন্দুর দিকে তাকিয়ে হাসিমুখে নমস্কার করেন খগেন। পাল্টা প্রতিনমস্কার আসে কৃষ্ণেন্দুর দিক থেকেও। দু’জনকে করমর্দন করতেও দেখা যায়। কৃষ্ণেন্দু যখন জানতে পারেন, খগেন চলেছে মনোনয়ন জমা দিতে তখন তিনি তাঁকে শুভেচ্ছা জানান। পাল্টা কৃষ্ণেন্দুকে শুভেচ্ছা জানান খগেনও। তার পরেই বিজেপি প্রার্থীর মিছিল এগিয়ে যায় জেলাশাসকের অফিসের দিকে।

২০১৯ সালের লোকসভা ভোটে মালদহ উত্তর আসনে বিজেপি প্রার্থী খগেন প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নুরকে। এ বার সেই আসনে মৌসমের জায়গায় তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন পুলিশকর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিক ‘অভিমান’ কাটিয়ে প্রসূনের হয়ে প্রচারে বেরোচ্ছেন মৌসমও। এই পরিস্থিতিতে গোষ্ঠীদ্বন্দ্ব জয় করে প্রসূন পারবেন কি পদ্মবনে ঘাসফুল ফোটাতে? তার উত্তর মিলবে ভোটগণনার দিন। কিন্তু তার আগে সৌজন্যের বার্তা দিয়ে গেল খগেন, কৃষ্ণেন্দুর করমর্দন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement