PM Narendra Modi

উন্নয়ন-জোয়ার দেখছেন মোদী

জম্মু-কাশ্মীরে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দেড় হাজার চাকরির নিয়োগপত্রও বণ্টন করেন। জম্মু বিমানবন্দরের নয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:৫১
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

লোকসভা নির্বাচনের আগে জম্মু গিয়ে সরকারি প্রকল্পের শিলান্যাস ও সরকারি চাকরির নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সুফল নিয়ে সরব হলেন। আজ তাঁর আহ্বান, আসন্ন সাধারণ নির্বাচনে এনডিএ-কে ৪০০ পার করাতে জম্মু-কাশ্মীরের মানুষের এগিয়ে আসা প্রয়োজন। একইসঙ্গে, কংগ্রেসের বিরুদ্ধে তিনি তুললেন সেই পরিবারতন্ত্রের অভিযোগ।

Advertisement

আজ প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সরকারি প্রকল্পের শিলান্যাস করেন। উপত্যকার উন্নয়নে ৩৭০ অনুচ্ছেদই যে সব চেয়ে বড় কাঁটা ছিল, তা-ও মনে করিয়ে দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘এখন জম্মু-কাশ্মীরের মানুষ উন্নয়নের পথে এগিয়ে চলেছেন। আমি শুনেছি, ৩৭০ ধারা নিয়ে একটি ছবি মুক্তি পাচ্ছে। মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছবে। নির্বাচনে বিজেপি-কে ৩৭০টি আসন ও এনডিএ-কে ৪০০টি আসনে জেতান।’’

আজ জম্মু-কাশ্মীরে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দেড় হাজার চাকরির নিয়োগপত্রও বণ্টন করেন। জম্মু বিমানবন্দরের নয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বারামুলা সেক্টরের লাইনে বৈদুতিকরণ হয়েছে ও বানিহাল-খাড়ি-সুম্বের-সংগলদান লাইনের উদ্বোধন হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement