Lok Sabha Election 2024

বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে, টিকিট না পেয়ে মনের কথা বলেই দিলেন ব্যারাকপুরের সিংহ

ব্রিগেড সভামঞ্চ থেকে রবিবার লোকসভার প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেই মঞ্চে অর্জুন ছিলেন। কিন্তু ব্যারাকপুরের প্রার্থী হিসাবে পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৪ ১৪:২৩
Share:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। —ফাইল চিত্র।

বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। ব্রিগেড সভামঞ্চে তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের এক দিন পর সরাসরি বলে দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বিজেপি ছেড়ে তৃণমূলে এসে কি ভুল করেছেন বলে মনে হয়? অর্জুন তার জবাবে বলেন, ‘‘কিছুটা ভুল তো হয়েইছে। আমাকে বলা হয়েছিল, লোকসভায় টিকিট দেওয়া হবে। সেটা হল না।’’ উল্লেখ্য, ব্রিগেডের মঞ্চ থেকে রবিবার তৃণমূল প্রার্থিতালিকা প্রকাশ করেছে। সেখানে ব্যারাকপুরের প্রার্থী হিসাবে নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম করা হয়। অর্জুনকে টিকিট দেয়নি তৃণমূল।

Advertisement

অর্জুন জানান, ব্রিগেডের মঞ্চে বসে ঠিক ১১.৪৬ মিনিটে তিনি জানতে পেরেছিলেন, তাঁকে তৃণমূল থেকে টিকিট দেওয়া হচ্ছে না। বলেন, ‘‘১১.৪৬ মিনিটে জানলাম, আমি প্রার্থী নই। তা-ও দলের সৈনিক হিসাবে মঞ্চে বসেছিলাম। যাতে আমাকে কেউ ‘বিদ্রোহী’ না বলতে পারে।’’

টিকিট না পেয়ে ‘স্তম্ভিত’ হয়ে গিয়েছিলেন, জানালেন অর্জুন। তবে এক দিন পর তিনি ‘ধাতস্থ’ হয়েছেন। বলেন, ‘‘টিকিট পাইনি। আমার দুর্ভাগ্য। আমাকে সভায় ডাকা হয়েছিল। তা-ও টিকিট দেওয়া হল না। দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কি না। ব্যারাকপুরের ভোটে আমাকে ছাড়া জেতা যাবে কি না।’’

Advertisement

অর্জুনকে প্রার্থী না করায় রবিবারই বিক্ষোভ দেখা গিয়েছিল তাঁর এলাকায়। সে প্রসঙ্গে ব্যারাকপুরের সিংহ বলেন, ‘‘কর্মীদের ক্ষোভ রয়েছে। ওদের শান্ত থাকতে বলেছি। আমার সঙ্গে কারও সম্পর্ক খারাপ নয়। এখনও দলেই আছি। তাই কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না।’’

রবিবার সন্ধ্যাতেই অর্জুন জানিয়েছিলেন, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী হিসাবে পার্থকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সোমবার বললেন, ‘‘পার্থ আমার পুরনো বন্ধু। কাল বাড়িতে আসবে বলেছে। আসুক। আমি তো ব্যারাকপুরের ভোটার। সেই হিসাবেও ও আসতে পারে। কিন্তু ওর কোনও প্রতিশ্রুতি আমি শুনব না।’’

সোমবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও একটি পোস্ট করেছেন অর্জুন। সেখানে লিখেছেন, ‘‘ব্যারাকপুরের মাটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আর আমি ব্যারাকপুরকে হৃদয়ে ধারণ করেছি।’’

২০১৯ সালে তৃণমূলের টিকিট না পেয়েই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন। ব্যারাকপুর থেকে জয়ীও হন। জিতে আবার তৃণমূলে ফিরে আসেন। ব্যারাকপুর কেন্দ্র থেকে তিনি এখনও খাতায়কলমে বিজেপির সাংসদ। রবিবার প্রার্থিতালিকা প্রকাশের পর তাই জল্পনা তৈরি হয়েছে, অর্জুন আবার বিজেপিতে ফিরবেন কি না। সে প্রসঙ্গে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। যদিও বিজেপি সূত্রে দাবি, দল তাঁর জন্য দরজা খুলেই রেখেছে। এখনও ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। অনেকে বলছেন, অর্জুন বিজেপিতে যোগ দিলে তাঁকে প্রার্থীও করা হতে পারে ব্যারাকপুর থেকে।

বিজেপি-যোগের জল্পনা প্রসঙ্গে রবিবার আনন্দবাজার অনলাইনকে অর্জুন বলেছিলেন, ‘‘লোকসভায় প্রার্থী করা হবে কথা দেওয়াতেই আমি তৃণমূলে ফিরেছিলাম। এখন সবার আগে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলব। তাঁরা যা সিদ্ধান্ত জানাবেন, সেটাই আমার সিদ্ধান্ত।’’ উল্লেখ্য, রবিবারই অর্জুন জানিয়েছিলেন, তৃণমূল তাঁকে অন্য জায়গায় পাঠাতে চেয়েছিল। কিন্তু তিনি ব্যারাকপুর ছাড়তে রাজি হননি। তাঁর কথায়, ‘‘৫০ বছর ধরে রাজনীতিতে আছি। ব্যারাকপুর ছেড়ে আমি যাব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement