BJP rally in Balurghat

বিজেপি ৩০ পেরোলে সীমান্ত দিয়ে ঢুকতে পারবে না ‘পরিন্দা’ও, শাহ শোনালেন মোদীর গ্যারান্টি

বালুরঘাটে বিজয় সংকল্প সভায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ বারের ভোটে এই প্রথম বার বাংলায় সভা করতে এলেন শাহ। সভা থেকে শাহের দাবি, এ বার বাংলায় বিজেপি ৩০টি আসন জিততে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

বালুরঘাট শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:১৫
Share:

অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। — ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:৪০ key status

‘‘এত রাগে বোতাম টিপবেন বালুরঘাটে, যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে’’, বললেন শাহ

অমিত শাহ বলেন, ‘‘এত রাগে বোতাম টিপবেন বালুরঘাটে, যেন কলকাতায় মমতা দিদির গায়ে কারেন্ট লাগে।’’

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:৩৬ key status

সন্দেশখালি নিয়ে মমতাকে প্রশ্ন শাহের

‘‘সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন!’’ মমতাকে প্রশ্ন শাহের। 

Advertisement
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:৩৫ key status

‘‘সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে’’, ভূপতিনগর নিয়ে প্রতিক্রিয়া শাহের

ভূপতিনগরে বিস্ফোরণের মামলায় এনআইএ তদন্ত নিয়ে এ বার প্রতিক্রিয়া দিলেন শাহ। বললেন, ‘‘সবাইকে উল্টো ঝুলিয়ে সোজা করা হবে’’।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:৩৪ key status

‘‘সিএএ নিয়ে মমতা দিদি ভয় দেখাচ্ছেন’’, বললেন অমিত শাহ

বালুরঘাটের সভায় শাহ বলেন, ‘‘হাতজোড় করে বাংলার জনতাকে বলতে চাই, মমতা দিদি বাংলার লোকেদের বোকা বানাচ্ছেন। আমি বলতে চাই, ভয় না পেয়ে যত শরণার্থী এসেছেন, তাঁরা যেন নাগরিকত্বের আবেদন করেন। কারও নাম বাদ যাবে না।’’ 

Advertising
Advertising
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:২৯ key status

৩০ আসন পেলেই অনুুপ্রবেশ বন্ধ হবে: শাহ

বিজেপি অসমে অনুপ্রবেশ খতম করেছে। বাংলায় লোকসভা ভোটে ৩০ আসন পেলে এখানে সীমান্ত টপকে কোনও ‘পরিন্দা’ও ঢুকতে পারবে না।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:২৪ key status

৩০ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন শাহ

২০১৪-য় দু’টি আসন দিয়েছিলেন, ২০১৯-এ দিলেন ১৮টি আসন। ২০২৪ সালে ১৮ থেকে বাড়িয়ে ৩০ করতে হবে। যাতে বিজেপির ৩৭০ আসন নিশ্চিত হয়। 

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:২৩ key status

কী ভাবে ভোট দেবেন, বলে দিলেন শাহ

‘‘স্নান করে, শিবের পুজো করে ১৯ তারিখে পদ্ম প্রতীকে বোতাম টিপতে হবে।’’ বললেন অমিত শাহ। 

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:২২ key status

ভিড় দেখে খুশি শাহ

সভায় ভিড়ের প্রশংসা অমিত শাহের। সুকান্তকে বলেছেন, ‘‘আপনার ভোটের ফল তো এখানেই হয়ে গেল!’’ 

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:১৭ key status

শাহের সামনেই তৃণমূল প্রার্থীকে কটাক্ষ সুকান্তের

তৃণমূল প্রার্থীকে কটাক্ষ বিজেপি প্রার্থী সুকান্তের। 

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৩:১৫ key status

বালুরঘাটে ভোটপ্রচারে অমিত শাহ

এ বারের ভোটে এই প্রথম বার বাংলায় পা রাখলেন অমিত শাহ। বালুরঘাটে সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement