Lok Sabha Election 2024

ভোটের আগে অপদস্থ করা হচ্ছে! ইডির তলব নিয়ে মহুয়ার পাশে অধীর, কী বললেন তৃণমূলের প্রার্থী?

বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। অধীরের বক্তব্য, পরিকল্পিত ভাবে মহুয়াকে অপদস্থ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২৩:১৫
Share:

মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

নির্বাচনী প্রচারের মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লোকসভা ভোটের প্রাক্কালে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। এ নিয়ে কংগ্রেস ও তৃণমূল দুই দলকেই আক্রমণ করতে শুরু করেছে বিজেপি।

Advertisement

বৃহস্পতিবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়াকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। অধীরের বক্তব্য, পরিকল্পিত ভাবে মহুয়াকে অপদস্থ করা হচ্ছে। তাঁর কথায়, ‘‘মহুয়ার উপর অন্যায় হচ্ছে। তৃণমূল নেতাদের চেয়ে অনেক আগেই আমি লোকসভায় বলেছিলাম। পরিকল্পিত ভাবে তাঁর বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে। লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্ত ভারতীয় গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা।’’

অধীরের মন্তব্যের প্রেক্ষিতে মহুয়া বলেন, ‘‘ইডি ও সিবিআই নিয়ে বিজেপি নোংরা খেলা খেলছে। ইতিমধ্যেই আমি কমিশনে বিধিভঙ্গের নালিশ করেছি।’’ বৃহস্পতিবার ইডির তলবে সাড়া না দিয়ে নিজের কেন্দ্রে প্রচারে ব্যস্ত ছিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। প্রচারের সময় তিনি বলেন, ‘‘বিজেপির কাছে আমি এত আকর্ষিত যে, ওরা বার বার আমার কাছে আসে। আমার খুব ভাল লাগে। সে দিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গিয়েছে। সবে তো শুরু। এ বার ইডি আসবে। আইটি আসবে। প্রধানমন্ত্রী এক বার এলেন। অমিত শাহ এক বার এলেন। অনেক নেতা-মন্ত্রী আসবে। আমি তো বলি কৃষ্ণনগরে আসুন, সরপুরিয়া খান। ভোটটা আমার আরও বাড়বে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement