খোদ দলনেতার বিরুদ্ধে দু’কোটি টাকা আত্মসাত্ করে পালানোর অভিযোগ আনল মণিপুরি জঙ্গি সংগঠন কেসিপি (মিলিটারি কাউন্সিল)। ২০১০ সালে কেসিপি (এমসি)-র সভাপতি হিতেন্দ্র ওরফে লালুম্বার নেতৃত্বে ১২৪ জন জঙ্গি আত্মসমর্পণ করে। আত্মসমর্পণ করে মূল স্রোতে ফেরা জঙ্গি প্রতি কেন্দ্রীয় সরকার এককালীন আড়াই লক্ষ টাকা সাহায্য ও মাসিক ৪ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছিল। তারা বর্তমানে ৭ নম্বর মণিপুর রাইফেল্স-এর খাবেইসোইয়ে সরকার স্বীকৃত শিবিরে রয়েছে। শিবিরে থাকা জঙ্গিদের সংখ্যা এখন ৮০। সংগঠনের সাধারণ সম্পাদক এস মিথোইবা সিংহ আজ সাংবাদিকদের জানান, দলের সভাপতি হিতেন্দ্র, সদস্যদের জন্য এককালীন সাহায্য বাবদ আসা প্রায় ২ কোটি টাকা ব্যাঙ্ক থেকে তুলে উধাও হয়ে গিয়েছেন। আরও পাঁচ পলিটব্যুরো সদস্য ১৫ লক্ষ টাকা নিয়ে নিখোঁজ। ফলে শিবিরে থাকা সদস্যদের অবস্থা শোচনীয়। মিথোইবার দাবি, অবিলম্বে সরকার হিতেন্দ্রকে খুঁজে বের করে টাকা উদ্ধার করুক এবং সদস্যদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হোক।