দীর্ঘদিন সংস্কার না করার ফলে হেলে পড়ল হাওড়ার ফেয়ারলি জেটি। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ব্যস্ত অফিস টাইমে এই ঘটনা ঘটে। ব্যাহত হয় লঞ্চ পরিষেবা । ১৯৮২ সালে এই জেটিটি তৈরি হয়েছিল। তার পর তেমনভাবে আর রক্ষণাবেক্ষণ হয়নি বলে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি সূত্রে খবর।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, এ দিন ফেয়ারলি জেটির বিভিন্ন জায়গায় ফুটো হওয়ার ফলে ওই জায়গা দিয়ে জল ঢুকতে শুরু করে। এর পর আস্তে আস্তে জেটিটি হেলে পড়ে এবং জলের তোড় সামলাতে না পেরে নদীর জলে পরিপূর্ণ হয়ে যায়। ঘটনার পর থেকেই বন্ধ হয়ে যায় লঞ্চ পরিষেবা। এখানে লঞ্চ চালায় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। জেটিটিও তাদের তত্ত্বাবধানে রয়েছে। কিন্তু দিনের শুরুতে ব্যস্ত সময়ে জেটিটিতে সমস্যা হওয়ায় বিপাকে পড়ে যান যাত্রীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে ভূতল পরিবহন সংস্থা পাশের জেটি থেকে লঞ্চ পরিষেবা চালু করে। পাম্পের সাহায্যে হেলে পড়া জেটি থেকে জল বের করে দেওয়া হয়েছে বলে সমিতি সূত্রের খবর। ঘন্টাখানেক পর স্বাভাবিক হয় পরিস্থিতি।