নিজস্ব সংবাদদাতা

সিগন্যাল বিভ্রাটে ফের মেট্রো দুর্ভোগ

Advertisement
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৪ ১৩:০৩
Share:

সিগন্যাল ব্যবস্থার গোলমালে ফের একবার বিপর্যস্ত হল শহরের মেট্রো পরিষেবা। ব্যাস্ত অফিসটাইমে এই দুর্ভোগে নাজেহাল হল সাধারণ মানুষ।

Advertisement

মেট্রো রেল সূত্রের খবর, শুক্রবার সকাল ১০টা নাগাদ বিকল হয়ে যায় মেট্রোর টিপিডব্লিউএস সিস্টেম। প্রধানত দুর্ঘটনা এড়াতে ব্যবহার করা হয় এই ব্যবস্থা। ময়দান স্টেশনে এই টিপিডব্লিউএস সিস্টেম বিকল হওয়ায় ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চালানো হয়। ফলে অত্যধিক দেরিতে চলছে সব ট্রেন। প্রতি স্টেশনে প্রায় ১০-১৫ মিনিট দাঁড়িয়ে যাচ্ছে ট্রেনগুলি।

মেট্রো-বিভ্রাটে চূড়ান্ত নাকাল হচ্ছেন অফিস যাত্রীরা। অনেকেই মেট্রো ছেড়ে সড়কপথে গন্তব্যে রওয়ানা হন। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement