রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই রদবদল ঘটেছে। পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তথ্যপ্রযুক্তি দফতর নিয়ে তাঁকে দেওয়া হয়েছে শিক্ষা দফতর। অর্থ ও শিল্প দফতরের সঙ্গেই তথ্যপ্রযুক্তি দফতরের ভার সামলাবেন অমিত মিত্র। শিক্ষা দফতর থেকে সরিয়ে ব্রাত্য বসুকে করা হয়েছে পর্যটনমন্ত্রী। এত দিন পর্যটনমন্ত্রী ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তাঁকে দেওয়া হয়েছে খাদ্যপ্রক্রিয়াকরণ দফতর। এই দফতরের ভারপ্রাপ্ত ছিলেন সুব্রত সাহা। তিনি বর্তমানে দফতরবিহীন। পাশাপাশি, সাবিত্রী মিত্রের হাত থেকে নারী ও সমাজকল্যাণ দফতর নিয়ে তা দেওয়া হয়েছে শশী পাঁজার হাতে। শশী বর্তমানে শিশুকল্যাণ বিভাগ সামলান। তিনি তার সঙ্গেই বাড়তি পেলেন নারী ও সমাজকল্যাণ দফতর। সুব্রতবাবুর মতো সাবিত্রী মিত্রও বর্তমানে দফতরহীন।