পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বিজেপি খাতা খুলেছিল আগেই। বাবুল সুপ্রিয়র হাত ধরে এ বার এ রাজ্য থেকে সংসদেও পৌঁছল বিজেপি। লোকসভা নির্বাচনে আসানসোলে তিনি হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী দোলা সেনকে। সেই চমকের পরে ফের চমক গায়ক বাবুলের। এ বার নরেন্দ্র মোদী সরকারের প্রথম বার মন্ত্রিসভা সম্প্রসারণেও জায়গা পেলেন তিনি। রাজ্যের মাত্র দুই জন সাংসদের মধ্যে থেকে প্রথম বার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন বাবুল সুপ্রিয় বড়াল। তাঁর এই কৃতিত্বে স্বভাবতই উচ্ছ্বসিত আসানসোল শিল্পাঞ্চল। বাঁধভাঙা উল্লাসে মেতেছেন শিল্পাঞ্চলের বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে আমজনতাও।
জল্পনা চলছিল বেশ কয়েক দিন ধরেই। কিন্তু রবিবার তা বাস্তবায়িত হওয়ার পরেই শ’তিনেক কমী-সমর্থকদের সঙ্গে শিল্পশহরে মিছিল বের করেন বিজেপি-র জেলা সভাপতি নির্মল কর্মকার। আবিরে-বাজিতে উৎসবে মাতেন তাঁরা। তবে এই আনন্দের আবহেও বাবুলকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল। রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাঁকা মন্তব্য, “রাজ্যের উন্নয়নে অথবা মানুষের উপকারে কাজ করার জন্য এক জন প্রতিমন্ত্রীর খুবই সামান্য ক্ষমতা থাকে।” তিনি আরও বলেন, “বাংলার উন্নয়নের জন্য বিজেপি যদি সত্যিই ভাবত, তবে বাবুল সুপ্রিয়কে অন্তত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করত।” যদিও সুব্রতবাবুর তীর্যক মন্তব্যকে পাত্তা দিতে নারাজ রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের কথায়: “এটি খুবই আনন্দের কথা। বাবুলের প্রতিমন্ত্রী হওয়া আসানসোলের পক্ষে ভাল খবর। বাবুল খুবই উদ্যমী ছেলে। সে ভাল কাজ করবে।” একই আশাপ্রকাশ করেছেন মন্ত্রী বাবুলের পরিবারও।
আর প্রথম বার মন্ত্রিত্ব পেয়ে স্বয়ং বাবুলের কী প্রতিক্রিয়া? তিনি বলেন, “আমাকে যা দায়িত্ব দেওয়া হবে তা-ই পালন করব।”