মেদিনীপুরে স্বর্ণব্যবসায়ী খুন, আটক ২

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ১৯:০৯
Share:

মেদিনীপুর শহরে বুধবার রাতে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক স্বর্ণব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম স্বপন পান্ডব (৩৮)। বাড়ি শহরেরই পাটনা বাজার এলাকায়। খুনের ঘটনায় এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

মেদিনীপুর শহরের বটতলাচকে স্বপনবাবুর সোনার দোকান। বুধবার রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, পাটনা বাজার এলাকার কাছাকাছি দুই মোটর বাইকআরোহী তাঁর উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বপনবাবুর। পুলিশ জানিয়েছে, দোকান বন্ধ করার পর থেকেই ওই দুই বাইকআরোহী স্বপনবাবুকে অনুসরণ করছিল। গুলি চালানোর পর তারা স্বপনবাবুর ব্যাগ ও বাইক ছিনতাই করে পালায়। বৃহস্পতিবার সকালে শহরের রেলসেতুর কাছ থেকে বাইকটি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার সোনার দোকান বন্ধ থাকায় বুধবার রাতেই দোকানের দামি জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন স্বপনবাবু। তাঁর পরিবারের লোকজন জানান, এ দিন সকালেই তাঁর কলকাতায় যাওয়ার কথা ছিল। তার আগেই এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

এ দিন সকালে পুলিশ কুকুর এনে বাজার এলাকা তল্লাশি চালানো হয়। ছিনতাইয়ের জন্যই স্বপনবাবুকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement