মুজফ্ফরনগর গোষ্ঠী সংঘর্ষে দিল্লি পুলিশের এক কনস্টেবল জড়িত বলে অভিযোগ আনল উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল(সিট)।
এই ঘটনায় ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করেছে সিট। অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল-সহ পাঁচ জনের বিরুদ্ধে দুষ্কর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বলে সিট সূত্রে দাবি করা হয়েছে।
২০১৩-র সেপ্টেম্বরে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর, শামলি প্রভৃতি জেলার বিভিন্ন এলাকা। এই সংঘর্ষে নিহত হন প্রায় ৬০ জন। রাতারাতি নিজেদের বাসস্থান ছেড়ে প্রাণ বাঁচাতে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। গোষ্ঠী সংঘর্ষ চলাকালীন মুজফ্ফরনগর জেলার ফুগানা থানার বাহাওডি গ্রামে অগ্নিসংযোগ এবং লুঠপাঠের ঘটনা ঘটে।