ইন্দো-পাক সম্পর্কে আশার সঞ্চার করল নওয়াজ শরিফের একটি চিঠি। গত সপ্তাহের শেষে পাক প্রধানমন্ত্রীর চিঠিটি এসে পৌঁছেছে নয়াদিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা সেই চিঠির ছত্রে ছত্রে খুশির ঝলক।
গত ২৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শরিফ। পর দিন হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন মোদী-শরিফ। সেখানে জঙ্গি দমনের পাশাপাশি শান্তির পথ প্রশস্ত করতে মুম্বই হামলার অপরাধীদের দ্রুত শাস্তির আবেদন জানান মোদী। প্রায় ৫৫ মিনিট ধরে ওই বৈঠক চলে। পরে নিজের হোটেলে একটি লিখিত বিবৃতিতে শান্তির কথাই শুনিয়েছিলেন শরিফ। কিন্তু দেশে ফিরে তিনি ভারত সফরকে কী ভাবে ব্যাখ্যা করেন এত দিন সে দিকেই তাকিয়ে ছিল কূটনৈতিক মহল। কিন্তু গত সপ্তাহে মোদীকে লেখা চিঠিতে শরিফ জানিয়েছেন, অমীমাংসিত বিষয়গুলি নিয়ে দু’দেশ সম্প্রীতির বাতাবরণে কাজ করতে চায়।
পাকিস্তান ফেরার সময় শরিফের মায়ের জন্য একটি শাল উপহার হিসেবে পাঠিয়েছিলেন মোদী। ঠাকুমাকে উপহার পাঠানোয় খুশি হওয়ার কথা জানিয়েছিলেন শরিফ-কন্যা মরিয়ম। এর পর মোদীর মা হীরা বেনের জন্য শাড়ি উপহার পাঠান শরিফ। পারস্পরিক এই উপহার দেওয়া-নেওয়ার মাধ্যমেই দ্বিপাক্ষিক সুসম্পর্ক তৈরির একটা আভাস পাওয়া যাচ্ছিল। শরিফের চিঠি সেই আভাসকে স্পষ্ট করল। শরিফের কথায়: “দু’দেশেই লক্ষ লক্ষ গরিব মানুষ বসবাস করেন। তাঁরা সরকারের মনোযোগ দাবি করেন। দু’দেশের সুসম্পর্ক তাঁদের উন্নয়নে প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি।”