নাবালিকা যৌন নির্যাতনের মামলায় ফের খারিজ হয়ে গেল আসারাম বাপুর জামিনের আবেদন। এই নিয়ে তিন বার তাঁর আবেদন খারিজ করল জোধপুর জেলা ও দায়রা আদালত।
৭২ বছর বয়সী এই স্বঘোষিত ধর্মগুরুকে গত বছরের সেপ্টেম্বরে তাঁর ইনদওরের আশ্রম থেকে গ্রেফতার করে পুলিশ। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এর আগে দু’বার আসারামের আইনজীবী জামিনের আবেদন করেন আদালতের কাছে। কিন্তু পুলিশ এই মামলায় চার্জশিট তখনও জমা না দেওয়া তাঁর জামিন নাকচ হয়ে যায়। সম্প্রতি চার্জশিট জমা পড়ে। চার্জশিট জমা পড়ার পর এ দিন তাঁর প্রথম জামিনের আবেদন খারিজ হয়ে গেল। আসারামের জামিনের আবেদনের বিরোধিতা করেন কৌঁসুলি প্রদ্যুম্ন সিংহ। আদালতে তিনি বলেন, “আসারাম প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া হলে তিনি এই মামলাটিকে এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।” বুধবার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি হবে।