ফের অপুষ্টিতে মৃত্যু হল এক চা শ্রমিকের। বুধবার ডুয়ার্সের রেডব্যাঙ্ক চা বাগানের শ্রমিক শেখর নাগার্চি (৩২)-র মৃত্যু হয়। মেয়ে এবং বৃদ্ধা মাকে নিয়ে বাগানের এক চিলতে ঘরে থাকতেন তিনি। অপুষ্টি ছাড়াও লিভারের রোগে ভুগছিলেন শেখর। পরিবারের অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাঁর। শেখরকে নিয়ে এই চা বাগানে এ পর্যন্ত মোট ৩৮ জনের মৃত্যু হল।
ডুয়ার্সের অন্যতম একটি চা বাগান রেডব্যাঙ্ক । ৫৫৩ হেক্টর জমি নিয়ে ১৯২৬ সালে প্রতিষ্ঠিত হয় এই বাগান । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি তিনটে বাগান নিয়ে গঠিত এই রেডব্যাঙ্ক । এর মধ্যে মূল রেডব্যাঙ্ক বাগানে ৮৮৬, সুরেন্দ্রনগর চা বাগানে ৩১৪ এবং ধরণীপুরে ৩৫৭ জন শ্রমিক রয়েছেন। তিনটে বাগানের একটিই কারখানা। আশির দশকের গোড়া থেকেই বাগানে নানা সমস্যা দেখা দিতে শুরু করে বলে অভিযোগ। শ্রমিকদের অভিযোগ, ২০০৩ সালের পর থেকেই বাগান দফায় দফায় বন্ধ হতে শুরু করে। গত বছরের ১৯ অক্টোবর বন্ধ হওয়ার পরে বাগানটি আর খোলেনি। বাধ্য হয়ে বাগানের অনেকেই শ্রমিকের কাজ নিয়ে ভিনরাজ্যেও চলে গিয়েছেন বলে তাঁরা জানিয়েছেন।