পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগে রাজনাথের পাশে প্রধানমন্ত্রীর দফতর

তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহ। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছাড়ার কথাও বলেছেন তিনি। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতরও। রাজনাথের ছেলে পঙ্কজ সিংহের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে। এর পর প্রধানমন্ত্রী তাঁকে ‘শাস্তি’ দেন বলেও দাবি করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ১৬:৫৭
Share:

তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিংহ। অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছাড়ার কথাও বলেছেন তিনি। বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর দফতরও।

Advertisement

রাজনাথের ছেলে পঙ্কজ সিংহের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ ওঠে। এর পর প্রধানমন্ত্রী তাঁকে ‘শাস্তি’ দেন বলেও দাবি করা হয়। এই ধরনের সব খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন রাজনাথ। খবরের সত্যতা স্বীকার করেনি প্রধানমন্ত্রীর দফতরও। বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কয়েক দিন ধরেই একটি খবর প্রকাশিত হচ্ছে। খবরটি একেবারেই মিখ্যা।” বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিংহ বলেন, “গত ১৫-২০ দিন ধরে আমার পরিবার নিয়ে একটি গুজব ছড়িয়েছে। আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের। এই অভিযোগে প্রাথমিক স্তরেও সত্যি বলে প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেব। প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। দু’জনেই বিষয়টির সত্যতা অস্বীকার করেছেন।”

তবে কি রাজনাথের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করে এই ধরনের খবর প্রকাশিত হয়েছে? বিরক্ত রাজনাথ বিষয়টি নিয়ে তদন্তের ভার উপস্থিত সাংবাদিকদেরই দিয়ে দেন। তবে বিষয়টি নিয়ে সঙ্ঘ পরিবারের সঙ্গে কোনও কথা হয়নি বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement