নিহত জওয়ানদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা রাজনাথের

ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের নিকটাত্মীয়দের ৩৮ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি, আহতদের প্রত্যাকের জন্য ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। মাওবাদী সন্ত্রাসকে কড়া হাতে দমনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাওবাদী সন্ত্রাস দমনে কেন্দ্র ও রাজ্যকে মিলিত ভাবে লড়াই করতে হবে। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না।”

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৪ ২৩:১৩
Share:

আহতদের দেখতে হাসপাতালে রাজনাথ সিংহ। মঙ্গলবার পিটিআইয়ের তোলা ছবি।

ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের নিকটাত্মীয়দের ৩৮ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি, আহতদের প্রত্যাকের জন্য ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। মাওবাদী সন্ত্রাসকে কড়া হাতে দমনের আহ্বান জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাওবাদী সন্ত্রাস দমনে কেন্দ্র ও রাজ্যকে মিলিত ভাবে লড়াই করতে হবে। এ ধরনের নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান বন্ধ হবে না।”

Advertisement

সুকমার জঙ্গলে চিন্তলগুফা থেকে ১০ কিলোমিটার দূরে টহলদারির সময় মাওবাদী হামলায় নিহত হন দুই অফিসার-সহ ১৪ জন সিআরপিএফ জওয়ান। শুধুমাত্র হামলাই নয়, নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্রও লুঠ করেছে মাওবাদীরা। এর মধ্যে রয়েছে একটি এসএলআর, মেশিনগান এবং ১০টি একে-৪৬ রাইফেল-সহ বাইনোকুলার ও বুলেটপ্রুফ জ্যাকেট। হামলার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement