দিল্লিতে সরকার গড়তে বিজেপির পরে ময়দানে আপ

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৪ ১৭:২৭
Share:

নাজিব জঙ্গের সঙ্গে দেখা করে ফেরার পথে কেজরীবাল। ছবি: পিটিআই।

দিল্লিতে সরকার গড়তে বিজেপি উদ্যোগী হওয়ায় এ বার আসরে নামল আম আদমি পার্টি (আপ)। সোমবার দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর নাজির জঙ্গের সঙ্গে দেখা করলেন অরবিন্দ কেজরীবাল-সহ আপের সাতাশ জন বিধায়ক। দিল্লি বিধানসভা ভাঙতে যত দেরি হবে বিধায়ক কেনাবেচার আশঙ্কা ততই বাড়বে বলে নাজিব জঙ্গকে জানিয়েছেন কেজরীবাল।

Advertisement

সাক্ষাতের পরে আপ বিধায়ক তথা পূর্বতন কেজরীবাল সরকারের আইনমন্ত্রী সোমনাথ ভারতী সাংবাদিকদের জানান, দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নাজিব জঙ্গের সঙ্গে আলোচনা হয়েছে। বিধায়ক কিনে সরকার গড়লে সেই সরকার কখনই কার্যকরী হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। ভারতীর দাবি, দিল্লিতে সরকার গড়ার বিষয়ে কংগ্রেস ও বিজেপির সঙ্গে শীঘ্রই আলোচনা করে রাষ্ট্রপতির কাছে একটি সবিস্থার রিপোর্ট পাঠাবেন বলে তাঁদের আশ্বাস দিয়েছেন নাজিব জঙ্গ। একই কথার পুনারাবৃত্তি করে টুইট করেছেন কেজরীবালও। টুইটে তাঁর কটাক্ষ, “বিজেপি সরকার গঠনের দাবি জানালে, লেফ্টেন্যান্ট গভর্নর সংখ্যাগরিষ্ঠতা দেখতে চাইবেন।”

লোকপাল বিল বিতর্কে মাত্র ৪৯ দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন অরবিন্দ কেজরীবাল। এর পরে রাজধানীতে রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও বিধানসভা জিইয়ে রাখা হয়। কিন্ত অগস্টের মধ্যে কোনও দল সরকার গড়ার দাবি না-জানালে ফের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়াতে হবে। এই পরিস্থিতিতে বিজেপি দিল্লিতে সরকার গড়তে সক্রিয় হওয়ায় নড়েচড়ে বসেছেন আপ নেতৃত্ব।

Advertisement

গত সপ্তাহেই কেজরীবাল অভিযোগ করেছিলেন, আপ বিধায়ক কিনতে ব্যর্থ হয়ে কংগ্রেসের ছয় বিধায়ককে বড় অঙ্কের টাকার টোপ দিয়েছে বিজেপি। এ দিনও সেই একই দাবি করেন তিনি। কংগ্রেস ও বিজেপি— রবিবার দুই দলকেই বিঁধেছিলেন কেজরীবাল। দাবি করেছিলেন, নতুন করে নির্বাচনের পথে যেতে চাইছে না বিজেপি। এমনকী, কংগ্রেসের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement