দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে বড়দিন ম্লান বো ব্যারাকে

বড়দিন উপলক্ষে আলোর রোশনাইয়ের সঙ্গেই নাচে-গানে মেতে সেজে উঠেছিল বো ব্যারাক। বুধবার রাতে ফোন আসার পরে মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে গেল বড়দিনের খুশির আনন্দ। এমনকী, বৃহস্পতিবারও বো ব্যারাকের বাসিন্দারা পালন করলেন না উৎসব। ফিকে হয়ে গেল সমস্ত আনন্দ। কী ঘটেছিল ওই দিন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৪ ১৭:৫১
Share:

বড়দিন উপলক্ষে আলোর রোশনাইয়ের সঙ্গেই নাচে-গানে মেতে সেজে উঠেছিল বো ব্যারাক। বুধবার রাতে ফোন আসার পরে মুহূর্তের মধ্যেই ম্লান হয়ে গেল বড়দিনের খুশির আনন্দ। এমনকী, বৃহস্পতিবারও বো ব্যারাকের বাসিন্দারা পালন করলেন না উৎসব। ফিকে হয়ে গেল সমস্ত আনন্দ।

Advertisement

কী ঘটেছিল ওই দিন?

পুলিশ জানিয়েছে, বুধবার রাত দু’টো নাগাদ গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ে পথদুর্ঘটনায় মারা যান বো-ব্যারাকের বাসিন্দা ক্লাইড ভেনচুরা (২৩)। তিনি বেসরকারি একটি সংস্থায় কাজ করতেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। বড়দিন উপলক্ষে ওই রাতে বন্ধুদের সঙ্গে বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি গির্জায় গিয়েছিলেন তিনি। বাড়ি ফেরার সময়েই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মোটরবাইক নিয়ে ফিরছিলেন ক্লাইভ। সে সময় উল্টো দিক থেকে চলে আসে একটি মালবোঝাই ম্যাটাডর। নিয়ন্ত্রণ রাখতে না পেরে ম্যাটাডরটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে ক্লাইভের। গুরুতর আহত হন তিনি। বাসিন্দারা জানান, ক্লাইভ মাথায় গুরুতর আঘাত লাগে। চিকিত্সার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। এলাকার এক বাসিন্দা বলেন, “উদ্যোগী এবং খুব ভাল ছেলে ছিল ক্লাইভ। ওর মৃত্যুটা মেনে নিতে পারছি না আমরা। ম্যাটাডরটি মালবোঝাই থাকার জন্য এই দুর্ঘটনা ঘটে।” ক্লাইভের এক প্রতিবেশী জানান, প্রতি বছরই বড়দিন উপলক্ষে সপ্তাহ জুড়ে নানা অনুষ্ঠান চলে বো ব্যারাকে । এ বছরও তার অন্যথা হয়নি। গত ২২ তারিখ থেকেই সেখানে অনুষ্ঠান চলছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement