তিব্বতে পর্যটকবোঝাই বাস খাদে, মৃত ৪৪

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৪ ১২:২৩
Share:

চলছে উদ্ধারকাজ। ছবি: এপি।

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিনটি গাড়িতে ধাক্কা মেরে পর্যটকবোঝাই বাস ৩০ ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল ৪৪ জনের। আহত কমপক্ষে ১১ জন। তাঁদের উদ্ধার করে রাজধানী লাসা-র একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটেয় তিব্বতের নেইমো হাইওয়ের ঘটনা।

Advertisement

পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, বাসটিতে মোট পঞ্চাশ জন যাত্রী ছিলেন। এঁদের মধ্যে বেশির ভাগই চিনের আনহুই, সাংহাই, শ্যানডং এবং হেবেই-এর বাসিন্দা। বাসটি খাদে পড়ে পুরো তালগোল পাকিয়ে গিয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। আটক করা হয় ভ্রমণ সংস্থার মালিককে।

এই ঘটনার পরই স্থানীয় প্রশাসন পথ নিরাপত্তা নিয়ে একটি জরুরি বৈঠক করে। এ সপ্তাহের প্রথমেই ওই এলাকায় প্রবল ভূমিধস হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement