জনসন-স্টার্কদের ব্যাটের ঝড়ে ব্যাকফুটে ভারত

মিচেল জনসনের ভয়ঙ্কর বোলিং নিয়ে ভারতকে টেস্টের আগেই সতর্ক করেছিল দু’দেশের প্রাক্তনীরা। বলা হয়েছিল, মিচেল স্টার্কের সঙ্গে তাঁর বিধ্বংসী পেস জুটি কাঁপিয়ে দেবে ভারতীয় ব্যাটিংকে। কাঁপিয়ে তাঁরা সত্যিই দিলেন। তবে সেই কম্পনে ব্যাটিং নয়, নড়ে গেল ভারতীয় বোলিং। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কালেন জনসন, অর্ধশতরান করলেন স্টার্ক। শেষ চার অজি ব্যাটসমান যোগ করলেন ১৯৫ রান। আর এঁদের দাপটেই ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে ব্যাকফুটে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৫
Share:

বিধ্বংসী জনসন-স্টার্ক।

মিচেল জনসনের ভয়ঙ্কর বোলিং নিয়ে ভারতকে টেস্টের আগেই সতর্ক করেছিল দু’দেশের প্রাক্তনীরা। বলা হয়েছিল, মিচেল স্টার্কের সঙ্গে তাঁর বিধ্বংসী পেস জুটি কাঁপিয়ে দেবে ভারতীয় ব্যাটিংকে। কাঁপিয়ে তাঁরা সত্যিই দিলেন। তবে সেই কম্পনে ব্যাটিং নয়, নড়ে গেল ভারতীয় বোলিং। অল্পের জন্য সেঞ্চুরি ফস্কালেন জনসন, অর্ধশতরান করলেন স্টার্ক। শেষ চার অজি ব্যাটসমান যোগ করলেন ১৯৫ রান। আর এঁদের দাপটেই ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে ব্যাকফুটে ভারত।

Advertisement

অথচ দিনের শুরুটা বেশ ভাল ভাবেই শুরু করেছিলেন ভারতীয় বোলাররা। ইশান্ত-অ্যারনদের সামনে তখন বেশ অস্বস্তিতে অস্ট্রেলিয়া। দ্রুত ফিরে যান মিচেল মার্শ এবং ব্র্যাড হ্যাডিন। ২৪৭ রানে ছ’উইকেট হারিয়ে যখন ধুঁকছে স্মিথ বাহিনী, তখনই পাল্টা আক্রমণ শুরু করেন জনসন। এবং অবশ্যই স্টিভ স্মিথ। পরবর্তী ২৬ ওভারে জুটিতে তাঁরা তোলেন ১৪৮ রান। ৮৮ রান করে জনসন যখন আউট হলেন, উমেশ-অশ্বিনদের তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। ভারতীয় বোলারদের কাতর প্রার্থনা শুনেই বোধহয় এর পরেই আউট হলেন শতরানকারী স্মিথ। ৩৬ বছর পর অজি টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন তিনি। স্মিথ আউট হতেই যেন ‘কাজ শেষ’ মনোভাব নিয়ে বল করতে থাকেন অশ্বিনরা। খুব সম্ভবত তাঁরা ভুলেই গিয়েছিলেন আটটি নয়, ম্যাচে নিতে হয় ১০টি উইকেট। জনসন গেলেন তো এলেন মিচেল স্টার্ক। আবার শুরু ভারতীয় বোলারদের ‘বস্ত্রহরণ’।


শতরান অধিনায়ক স্মিথের।

Advertisement

শেষ দু’উইকেটে যোগ হল ১০৮ রান। স্টার্ক-হ্যাজেলউডদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, হয় তাঁরা মিডল অর্ডারে নিয়মিত খেলেন, নয়ত তাঁদের বিরুদ্ধে বল করছে পাড়ার ক্লাব। প্রায় ১০০ রানের লিড নিয়ে ৫০৫ রানে ইনিংস শেষ করল অস্ট্রেলিয়া। নিজের সেরা ফার্স্ট ক্লাস স্কোরও প্রায় করে ফেলছিলেন ১১ নম্বরে নামা হ্যাজেলউড। ভারতের শেষ পাঁচ উইকেটে যেখানে উঠেছে ৮৭ রান, সেখানে অস্ট্রেলিয়ার শেষ চার উইকেটেই উঠল ২৫৮। তা-ও আবার মাত্র ৪৮ ওভারে। ওভার পিছু পাঁচ রান করে দিলেন ইশান্ত-অ্যারনরা।

৯৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেই অবশ্য আউট হয়ে গেছেন প্রথম ইনিংসে শতরানকারী বিজয়। দিনের শেষে ভারত ৭১/১। স্মিথদের থেকে পিছিয়ে এখনও ২৬ রানে। চতুর্থ দিন ধবন-পূজারাদের ব্যাটই ঠিক করে দেবে ব্রিসবেন টেস্টের ভাগ্য।

ছবি: এএফপি।

ভারত প্রথম ইনিংস ৪০৮

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫০৫ (দ্বিতীয় দিনের শেষে ২২১-৪)

স্মিথ বো ইশান্ত ১৩৩

মিচেল মার্শ বো ইশান্ত ১১

হাদিন ক পূজারা বো অ্যারন ৬

জনসন ক ধোনি বো ইশান্ত ৮৮

স্টার্ক বো অশ্বিন ৫২

লিয়ঁ ক রোহিত বো অ্যারন ২৩

হ্যাজেলউড ন.আ. ৩২

অতিরিক্ত ১৯

মোট ৫০৫

পতন: ৪৭, ৯৮, ১২১, ২০৮, ২৩২, ২৪৭, ৩৯৫, ৩৯৮, ৪৫৪, ৫০৫।

বোলিং: ইশান্ত ২৩-২-১১৭-৩, অ্যারন ২৬-১-১৪৫-২, উমেশ ২৫-৪-১০১-৩, অশ্বিন ৩৩.৩-৪-১২৮-২, রোহিত ২-০-১০-০।

ভারত দ্বিতীয় ইনিংস

বিজয় বো স্টার্ক ২৭

ধবন ব্যটিং ২৬

পূজারা ব্যটিং ১৫

অতিরিক্ত

মোট ৭১-১।

পতন: ৪১।

বোলিং: জনসন ৮-৩-২৯-০, হ্যাজেলউড ৬-০-২৪-০, স্টার্ক ৪-১-১০-১, ওয়াটসন ৫-৩-৬-০।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement