জেলা কমিটি ভাঙা ঘিরে ফের বিদ্রোহ ফ ব-য়

দীর্ঘ কোন্দলের জেরে পুরভোটের আগে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। তার প্রতিবাদে আবার দলের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ালেন জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন-সহ উত্তর ২৪ পরগনার পাঁচ নেতা। প্রাক্তন মন্ত্রী সরল দেব ও তাঁর অনুগামীদের সদস্যপদ দেওয়া নিয়ে অনেক দিন ধরেই জটিলতা চলছিল ফ ব-র অন্দরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৫ ২২:০৫
Share:

দীর্ঘ কোন্দলের জেরে পুরভোটের আগে শেষ পর্যন্ত ভেঙে দেওয়া হল ফরওয়ার্ড ব্লকের উত্তর ২৪ পরগনা জেলা কমিটি। তার প্রতিবাদে আবার দলের রাজ্য কমিটি থেকে সরে দাঁড়ালেন জেলা সম্পাদক হরিপদ বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী মোর্তাজা হোসেন-সহ উত্তর ২৪ পরগনার পাঁচ নেতা। প্রাক্তন মন্ত্রী সরল দেব ও তাঁর অনুগামীদের সদস্যপদ দেওয়া নিয়ে অনেক দিন ধরেই জটিলতা চলছিল ফ ব-র অন্দরে। সমস্যা মেটাতে দলের জাতীয় সম্পাদক জি দেবরাজনের নেতৃত্বে গঠিত কমিশন সুপারিশ করেছিল, সকলকেই সদস্যপদ দিতে হবে। কিন্তু সেই সুপারিশ না মানায় এ বার জেলা কমিটিই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফ ব রাজ্য নেতৃত্ব। আপাতত উত্তর ২৪ পরগনা জেলার যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই সদস্য জয়ন্ত রায় ও নরেন চট্টোপাধ্যায়কে। তাঁদের নেতৃত্বে উত্তর ২৪ পরগনার ৬ নেতা প্রাক্তন মন্ত্রী মোর্তাজা, চন্দন চক্রবর্তী, নব বন্দ্যোপাধ্যায়, অন্য এক মোর্তাজা হোসেন, নিমাই সাহা এবং কমলাক্ষী বিশ্বাসকে নিয়ে তৈরি একটি কমিটি আপাতত জেলার কাজ দেখভাল করবে। জেলা বামফ্রন্টের বৈঠকে ফ ব-র তরফে প্রতিনিধিত্ব করবেন সরলবাবু এবং প্রাক্তন মন্ত্রী মোর্তাজা। এই সিদ্ধান্ত জানার পরে আবার নিমাইবাবু, কমলাক্ষীবাবু এবং মোর্তাজা ওই অ্যাডহক কমিটিও বয়কট করেছেন!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement