পাতিয়ালা হাউস আদালতে যাওয়ার পথে অরবিন্দ কেজরীবাল। ছবি: পিটিআই।
মানহানির মামলায় জামিনের অর্থ দিতে রাজি না হওয়ায় বুধবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। মানহানির মামলাটি করেন বিজেপি-র প্রাক্তন সভাপতি নীতিন গডকড়ী।
গত ৩১ জানুয়ারি আপ নেতা অরবিন্দ কেজরীবাল ভারতের দুর্নীতিগ্রস্তদের এক তালিকা প্রকাশ করেছিলেন। সেই তালিকায় নীতিন গডকড়ীর নাম ছিল। এ ছাড়া নানা সময়ে কেজরীবাল নীতিন গডকড়ীকে ভারতের অন্যতম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি বলে উল্লেখ করেছিলেন। এর বিরুদ্ধে গডকড়ী মানহানির মামলা করেন। আদালত কেজরীবালকে হাজিরার নির্দেশ দেয়। এ দিন আদালতে কেজরীবালের হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ ও রাহুল মেহরা জানান, মামলাটি রাজনৈতিক এবং আম আদমি পার্টির নীতি অনুসারে তাঁরা জামিনের জন্য ১০ হাজার টাকা দিতে রাজি নন। তাঁরা জানান, কেজরীবাল সাক্ষী বা তথ্য বিকৃত করবেন না। ডাকলে আদালতে হাজিরা দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিতেও তাঁরা রাজি বলে জানান। আদালতে কেজরীবাল বলেন, “আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। আমি কোনও ভুল করিনি। তাই জামিন নেব না।” এর তীব্র বিরোধিতা করেন গডকড়ীর আইনজীবী পিঙ্কি আনন্দ। দু’পক্ষের আবেদন শোনার পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোমতী মানোচা ২৩ মে পর্যন্ত কেজরীবালকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। তাঁকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে।