কাল রাজ্যপালের কাছে যাচ্ছেন মমতার পাঁচ মন্ত্রী

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মুখোমুখি হচ্ছে রাজ্য মন্ত্রিসভার ‘টিম মমতা’। শুক্রবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা-সরকারের পাঁচ মন্ত্রী। এই ‘টিমে’ রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, মনীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁদের মতবিনিময় হবে বলে সরকারি সূত্রের খবর। তবে এ ভাবে মন্ত্রীদের টিম গিয়ে রাজ্যপালের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ২১:৫৮
Share:

রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির মুখোমুখি হচ্ছে রাজ্য মন্ত্রিসভার ‘টিম মমতা’। শুক্রবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন মমতা-সরকারের পাঁচ মন্ত্রী। এই ‘টিমে’ রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, মনীশ গুপ্ত, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাঁজা। রাজ্যের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে তাঁদের মতবিনিময় হবে বলে সরকারি সূত্রের খবর। তবে এ ভাবে মন্ত্রীদের টিম গিয়ে রাজ্যপালের মুখোমুখি হওয়ার ঘটনা বিরল।

Advertisement

কেন তাঁরা রাজ্যপালের কাছে যাচ্ছেন তা নিয়ে পার্থবাবু বলেন, “রাজ্যপালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে যাব। রাজ্যপাল সময় দিয়েছেন।” তবে তৃণমূল সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য মুখ্যমন্ত্রী নিজেই পার্থবাবুদের পরামর্শ দিয়েছেন। রাজ্যের চারিদিকে যা ঘটছে তা নিয়ে কেন্দ্র রিপোর্ট চায় এবং রাজ্যপালকেই সেই রিপোর্ট পাঠাতে হয়। সেটা মন্ত্রীরা গিয়ে সরাসরি কথা বলে নিলে রাজ্যপালের কাছে সঠিক খবর পৌঁছবে ধরে নিয়েই মুখ্যমন্ত্রী তাঁর সরকারের মন্ত্রীদের যেতে বলেছেন।

তবে প্রশ্ন উঠেছে, রাজ্যপালের সঙ্গে কথা বলতে পার্থবাবু, সুব্রতবাবুই তো যথেষ্ট ছিলেন। হঠাৎ পাঁচ মন্ত্রী কেন? এর জবাব অবশ্য পার্থবাবু বা সুব্রতবাবুরা দিতে পারেননি। সরকার বা দলীয় স্তরেও কোনও ব্যাখ্যা মেলেনি। সিবিআইয়ের হাতে পরিবহণমন্ত্রী মদন মিত্র ধরা পড়ার পরে দলনেত্রী তাঁর পাঁচ মন্ত্রীকে রাজ্যপালের কাছে কেন পাঠাচ্ছেন তা নিয়ে অবশ্য নানা জল্পনা তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে। তবে সুব্রতবাবুকে বিষয়টি নিয়ে প্রশ্ন করায় তাঁর মন্তব্য: “জল্পনা-ফল্পনা জানি না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যপালের কাছে যেতে হবে। কথা বলতে হবে। আমরা যাব। এর বাইরে আর কিছু নেই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement