নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাসে মানসিক ভারসাম্যহীন যুবক কোরপান শাহ খুনের ঘটনায় পলাতক তিন হবু চিকিৎসকের বিরুদ্ধে হুলিয়া জারি করল শিয়ালদহ আদালত। আদালতের নির্দেশ হাতে পেয়ে ওই ঘটনার তদন্তকারীরা বুধবার রাতেই মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের বাইরে পলাতকদের বিরুদ্ধে হুলিয়া জারির নোটিস সেঁটে দেন।
লালবাজার সূত্রের খবর,পলাতক তিন ছাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নীরজ কুমার এবং রোশন কুমার যথাক্রমে ওই কলেজের ফাইনাল, চতুর্থ এবং তৃতীয় বর্ষের ছাত্র। কল্যাণের বাড়ি বর্ধমান। বাকি দু’জনের বাড়ি বিহারের বেগুসরাই এবং নালন্দায়। তদন্তকারীরা জানিয়েছেন, পলাতক তিন জনের বাড়িতেই স্থানীয় থানার মাধ্যমে হুলিয়ার নোটিস সেঁটে দেওয়া হবে। ঘটনার সময় তিন জনই ওই ছাত্রাবাসের আবাসিক ছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। শুক্রবার ফের ওই মামলার শুনানি হওয়ার কথা আদালতে।
অভিযোগ, গত ১৬ নভেম্বর ভোরে এনআরএস হাসপাতালের ছাত্রাবাসের চতুর্থতলে মানসিক ভারসাম্যহীন যুবক কোরপান শাহকে থামের সঙ্গে বেঁধে মারধর করেন ওই ছাত্রাবাসের ১২ জন হবু চিকিৎসক। মারধরের পর সেখানেই কোরপানকে ফেলে রেখে এলাকা ছাড়েন তাঁরা।