দলীয় নেতৃত্বের মনোভাব বুঝে সংখ্যালঘু বিত্ত উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদ থেকে সরেই যেতে হল তৃণমূল নেতা আবু আয়েশ মণ্ডলকে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার কথা হওয়ার পরেই নিগমের চেয়ারম্যান হিসাবে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন আবু আয়েশ। সুন্দরবন সফর সেরে ফিরে মুখ্যমন্ত্রী তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবু আয়েশের ইস্তফা মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন বলেই সরকারি সূত্রের খবর।
ডানকুনির টোল প্লাজার কর্মীদের উপরে চড়াও হয়ে রীতিমতো ‘জুতোপেটা’ করার ঘটনায় অভিযুক্ত আবু আয়েশের কাছ থেকে ঘটনা সম্পর্কে লিখিত ব্যাখ্যাও চেয়েছিলেন তৃণমূল নেতৃত্ব। আবু আয়েশ একটিই চিঠি লিখে সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এমন গুরুতর অভিযোগে আবু আয়েশের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে কবে? পার্থবাবু এ দিন বলেন, “প্রশাসন প্রশাসনের কাজ করবে। এই নিয়ে দলীয় স্তরে আমাদের কিছু বলার নেই।” ওই টোল প্লাজার কর্মীদের সংগঠনও তৃণমূল অনুমোদিত। আক্রান্ত কর্মীরা যেমন পুলিশে অভিযোগ করেছেন, তেমনই তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছেও নালিশ জানিয়েছেন। তৃণমূলের একটি সূত্রের ইঙ্গিত, এর পরে ওই সংগঠন মারফত কর্মচারীদের ক্ষোভ প্রশমন করার চেষ্টা হতে পারে। তৃণমূল নেতৃত্বের যুক্তি, অভিযোগ উঠেছে বলে আবু আয়েশকে পদ ছাড়তে হয়েছে। এর পরে পুলিশি পদক্ষেপ করে আর বিড়ম্বনা বাড়ানোর দরকার নেই, এই বার্তাই কর্মচারী সংগঠনকে দিতে চান তাঁরা।