আন্তর্জাতিক প্রতিযোগিতায় এক বছর অংশ নিতে পারবেন না সরিতা দেবী

এশিয়ান গেমসে পদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে লইশরাম সরিতা দেবী সাসপেন্ড হয়েও রেহাই পেলেন না বিশ্ব বক্সিং সংস্থার কোপের হাত থেকে। বুধবার এআইবিএ জানিয়েছে, এক বছরের জন্য বিশ্বের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা দেবী। পাশাপাশি, তাঁর এক হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ১৫:৫৬
Share:

সরিতা দেবী। ফাইল চিত্র।

এশিয়ান গেমসে পদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর ফলে লইশরাম সরিতা দেবী সাসপেন্ড হয়েও রেহাই পেলেন না বিশ্ব বক্সিং সংস্থার কোপের হাত থেকে। বুধবার এআইবিএ জানিয়েছে, এক বছরের জন্য বিশ্বের কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা দেবী। পাশাপাশি, তাঁর এক হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে।

Advertisement

চলতি বছরের অক্টোবর মাসে ইনচিওন এশিয়াডের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জি না পার্কের কাছে হেরে যাওয়ার পর বিতর্কিত রেফারিং নিয়ে তুমুল প্রতিবাদ জানিয়েছিলেন সরিতা দেবী। পোডিয়ামে ব্রোঞ্জ পদক নিতে প্রথমে অস্বীকার করেন তিনি। পরে অবশ্য তিনি নেন ওই পদক। এই ঘটনায় মারাত্মক চটে যায় এআইবিএ। পরে সরিতা নিঃশর্ত ভাবে ক্ষমাও চেয়েও নেন। কিন্তু, তার পরে সাসপেন্ড করা হয় মণিপুরের ওই মহিলা বক্সারকে। শুধু সরিতাই নন, বিশ্ব বক্সিং সংস্থা সরিতার কোচ গুরবক্স সিংহ সান্ধু, ইগলেসিয়াস ফার্নান্ডেজ ও সাগরমাল দয়ালের পাশাপাশি ইনচিওন এশিয়াডে ভারতের শেফ দ্য মিশন আদিল সুমারিওয়ালাকেও সাসপেন্ড করা হয়। এআইবিএ-র এ দিনের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৫-র নভেম্বরের আগে আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না সরিতা। তবে মহিলা অলিম্পিক কোয়ালিফায়ার হিসেবে ২০১৬-র রিও গেমস-এ অংশ নিতে পারবেন তিনি।
সরিতা দেবীর প্রতি কিন্তু এতটা কড়া মনোভাব দেখানোয় অবাক ক্রীড়ামহলের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement