আগুনে ভষ্মীভূত ৬টি বাড়ি

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৪ ১৭:৩৫
Share:

বুধবার সকালে মুর্শিদাবাদের পলাশিপাড়া এলাকায় আগুন লেগে ভষ্মীভূত হয়ে যায় পাঁচটি বাড়ি। ঘটনায় কোনও মানুষের প্রাণহানী না হলেও মৃত্যু হয়েছে বেশ কিছু গবাদি পশুর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে কোনও একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়েছে।

Advertisement

এ দিন ভোর ৪টে নাগাদ পলাশপাড়ার সাহেবনগর গ্রামের এই ঘটনায় চারটি গরু ও সাতটি ছাগলের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে বেশ কয়েকটি হাঁস-মুরগি। গরম পড়ে যাওয়ায় ভোরবেলাতেই চাষের কাজে মানুষজন বেরিয়ে পড়েছিলেন। আগুন লাগার সময় বেশির ভাগ বাড়িতেই কেউ ছিলেন না। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। তবে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

অন্য দিকে, মুর্শিদাবাদের দোগাছি নিমতা পাড়া অঞ্চলে আগুন লাগে আরও একটি বাড়িতে। আগুনে পুড়ে মৃত্যু হয় ফুলুয়ারা খাতুন (২২) নামে এক যুবতীর। এ দিন বেলা একটা নাগাদ এই ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফুলুয়ারার মা রান্না করতে করতে কোনও কাজে বাড়ির বাইরে বেরোন। ফুলুয়ারা তখন ঘরে ঘুমাচ্ছিলেন। রান্নাঘর থেকে সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায়। পরে তা ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। ভষ্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। আগুনের কবল থেকে রক্ষা পায় না ফুলুয়ারা। আসবাবপত্রের সঙ্গে সেও অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement